Latest

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী

মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী

মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী
চিত্র: সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদ: এবার মিড ডে মিলেও বেনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক ক্ষেত্রে বিস্তর অভিযোগ উঠে এসেছে। শুভেন্দুর দাবি, দাবি, আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে অ্যাপ চালু করার জন্য চার বছর আগে ১৫০ কোটি টাকা কেন্দ্র দিয়েছিল। এই অ্যাপের নাম আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট। তিনি বললেন, “এই রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য ১৫০ কোটি টাকা চুরি করেছে। ফলে অ্যাপ চালু হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে, আইসিডিএস কর্মীরা বঞ্চিত হচ্ছে। চার বছর আগে পাঠানো এই ১৫০ কোটি টাকা রাজ্য সরকার অন্য খাতে খরচ করেছে বা চুরি করে নিয়েছে। আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এই নিয়ে অভিযোগ পাঠিয়েছি”

এই অভিযোগকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক শিবির।‘বিভ্রান্তিকর’ বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। উল্টে কুনাল ঘোষের দাবি, কেন্দ্র টাকা দিচ্ছেনা ১০০ দিনের কাজের।সাধারণ মানুষের টাকা মেরে দিচ্ছে কেন্দ্র। নতুন নতুন অভিযোগ দাঁড় করাচ্ছে। অনেক তদন্তই হচ্ছে। সেগুলির তথ্য কোথায়? যে যাকে খুশি তদন্ত করতে বলুক। এই বিজেপি সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা।

Published By: Bipradip Das

সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

পশ্চিমবঙ্গে আম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন

পশ্চিমবঙ্গে আম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন

পশ্চিমবঙ্গে আম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন
চিত্র: বি আর আম্বেদকর মূর্তির  পাদদেশেআম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব সংবাদ: এবার বাংলায় পশ্চিমবঙ্গ আম আদমী পার্টি ভারতের সংবিধান দিবস এবং আম আদমী পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করল একই সাথে। পাশাপাশি দলীয় পতাকার সঙ্গে রাজ্য দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে  একটি পদযাত্রা শুরু হয়ে বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। আম্বেদকর মূর্তির পাদদেশে দলীয় কর্মীরা সংবিধানের প্রস্তাবনা পাঠ করার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন। 

মুখপাত্র অর্ণব মৈত্র বলেন, "বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানানো এবং দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার এটি একটি সুযোগ৷  ‘‘এত অল্প সময়ের মধ্যে আপ যে ভাবে আমাদের সহ-নাগরিকদের ভালবাসার গুণে জাতীয় স্তরের একটি দলে পরিণত হয়েছে, তা অভাবনীয়। অরবিন্দ কেজরীওয়ালের ইতিবাচক রাজনীতিকে দেশ জুড়েই মানুষ দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছেন। এই দিনে আমরা সংবিধান রক্ষা এবং মানুষের অধিকারের জন্য লড়াই করার অঙ্গীকার করছি।’’

Published By: Bipradip Das

আওয়ামী লীগের টিকিট না পেয়ে নির্দলে লড়াই চিত্রনায়িকা মাহিয়া মাহির

আওয়ামী লীগের টিকিট না পেয়ে নির্দলে লড়াই চিত্রনায়িকা মাহিয়া মাহির

আওয়ামী লীগের টিকিট না পেয়ে নির্দলে লড়াই চিত্রনায়িকা মাহিয়া মাহির
চিত্র: সাংবাদিকদের মুখোমুখি চিত্রনায়িকা মাহিয়া মাহি

নিজস্ব সংবাদ: এবারের বাংলাদেশের দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হতে আবেদন করেছিলেন ঢাকাই সিনেমা জগতের অনেকেই তার মধ্যে চর্চায় ছিল মাহিয়া মাহি। তার মধ্যে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে সিনেমার নায়ক ফিরদৌসকে। রবিবার ফিরদৌস নমিনেশন পেলেও বঞ্চিত হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চিত্রনায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর তার দাদুর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক। 

আরও যারা নির্বাচনে লড়াই করতে চেয়েছিলন, তাদের আশাভঙ্গ হয়েছে। যেমন ঢাকা ১১ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আলহাজ আবু তৌহিদ। যিনি মুক্তিযোদ্ধা ও ভারতের সেনাপ্রধান কতৃক পুরুস্কারপ্রাপ্ত সুযোগ্য সন্তান, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির। কিন্তু আলহাজ আবু তৌহিদের মতো ব্যাক্তিদেও আশাভঙ্গ হয়েছে। তবে আসন দুটির কোনটিতেই ‘নৌকার হাল’ ধরতে না পেরে এবার নির্দল প্রার্থী হচ্ছেন তিনি। 

জানা গিয়েছে, রাজশাহী-১ আসনে লড়াই করতে চলেছেন মাহি। এই জন্য সোমবার দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং আধিকারিক ও তানোর উপজেলা নির্বাহী আধিকারিক বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তাঁর মনোনয়নপত্র তোলা হয়েছে। প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা। এদিকে মাহির দাবি, 'আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চাইছেন সব আসনেই যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়। দলের একজন কর্মী হিসাবে আমারও দায়িত্ব আছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি, এলাকার ভোটাররা আমার সাথে থাকবেন।'

Published By: Bipradip Das

দ্বিতীয় T20 তে অজিদের বিরুদ্ধে জয় পেলো ভারত

দ্বিতীয় T20 তে অজিদের বিরুদ্ধে জয় পেলো ভারত

দ্বিতীয় T20 তে অজিদের বিরুদ্ধে জয় পেলো ভারত
চিত্র: অজিদের বিরুদ্ধে জয় পেলো ভারত

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ভারতের মাটিতেই অস্ট্রিলিয়ার কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল ভারতকে। তারপরেই শুরু হয় ভারত অস্ট্রিলিয়ার মধ্যে ৫টি T20 সিরিজ। পরপর ২টি খেলাতেই ভারতের জয় আসলো সহজেই। গত ম্যাচে রান তাড়া করে জিতেছিলেন। তিরুবনন্তপূরমে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। শিশিরের কারণে পরে ব্যাট করা সুবিধাজনক ছিল। সে কারণেই ভারতে চ্যালেঞ্জ করে অজিরা। যদিও তাদের সেই পরিকল্পনা কাজে দেয়নি। ভারতের টপ থ্রি ব্যাটার হাফসেঞ্চুরি করেন। আইসম্যান রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিং। মাত্র ৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস রিঙ্কুর। অস্ট্রেলিয়াকে ২৩৬ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। অস্ট্রিলিয়া এই রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে বেশ খানিকটা নড়বড়ে ছিল।

এই জয় ভারতের কাছে শুধু জয় নয়। একাধিক নতুন রেকর্ড গঠন করলো ভারতীয় দল। রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টিতে ১৩৫তম ম্যাচ জিতেছে ভারত। ১৩৫টি টি-টোয়েন্টি জিততে ২১১টি ম্যাচ লেগেছে ভারতের। পাকিস্তানও টি-টোয়েন্টিতে ১৩৫টি ম্যাচ জিতেছে। সেটা করতে ২২৬টি ম্যাচ লেগেছে পাকিস্তানের। অর্থাৎ, পাকিস্তানের থেকে ১৫টি ম্যাচ কম খেলে সম সংখ্যক ম্যাচ জিতেছে ভারত। প্রথম থেকেই এই ফরম্যাটে ভারত যথেষ্ট ভালো খেলে।

আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে

একটা সময় বীরেন্দ্র সহবাগের ঝোড়ো ব্যাটিং এর সামনে বিশ্বের তাবড় বোলারেরা অসহায় হয় পড়তেন। এই ফরম্যাটে ভারতের খেলা শুরু হয় ২০০৬ সালে। তারপর থেকে দূরন্ত গতিতে সাফল্য এসেছে ভারতের। ২০০৬ সালের ১ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। জোহানেসবার্গে বীরেন্দ্র সহবাগের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল তারা। তার পর থেকে টি-টোয়েন্টিতে আরও ১২ জন ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের মধ্যে সব থেকে বেশি ৭২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৭ সালে ভারতের এক মাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপও তাঁর নেতৃত্বেই এসেছে।

তিরুবনন্তপূরমে টস জিতে অ্যাডভান্টেজ ছিল অস্ট্রেলিয়া। ম্যাচে বৃষ্টি এবং শিশিরের সম্ভাবনা ছিল। বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। তেমনই শিশিরের প্রভাবকে বাধা হতে দেয়নি ভারতীয় শিবির। প্রথমে ব্যাট করায় ভারতের প্রয়োজন ছিল বিশাল স্কোরের। সেটাই হল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের পঞ্চম সর্বাধিক স্কোর গড়ল টিম ইন্ডিয়া। টপ থ্রি ব্যাটারের হাফসেঞ্চুরি এবং রিঙ্কু সিংয়ের অনবদ্য ইনিংস। প্রথমে ব্যাট করা সহজ ছিল না। তবে ঋতুরাজের অ্যাঙ্কর ইনিংস এবং যশস্বীর বিধ্বংসী ব্যাটিং ভারতের ভিত মজবুত করে। ঋতুরাজের ভূমিকা ছিল একদিক আগলে রাখা। যশস্বী অর্ধশতরানের পর ফিরতে ক্রিজে প্রবেশ ঈশান কিষাণের। কিছুটা সময় নিয়েই হাত খুলতে শুরু করেন ঈশান। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরির ইনিংস। ভারতীয় ইনিংসে স্মরণীয় ব্যাটিং রিঙ্কু সিংয়ের। তিনি ক্রিজে নামতেই গ্যালারিত গর্জন। দর্শকরাও আঁচ করেছিলেন, এ বার ভরপুর বিনোদন মিলবে। ঠান্ডা মাথায় সেটাই করে দেখালেন। বিশাল রান তাড়ায় বড় জুটি গড়া প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ভারতের বোলাররা সেটাই হতে দেননি। যখনই কোনও জুটি ভয়ঙ্কর হয়ে উঠেছে, উইকেট নিয়েছে ভারত। মাঝের ওভারে ১২ বলের ব্যবধানে অস্ট্রেলিয়ার তিন উইকেট নেয় ভারত। এতেই ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে। ৫সিরিজের টানা ২টি তে জিতে ভারত এখন চালকের আসনে।

Published By: Bipradip Das

বাংলা খবর: আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে

বাংলা খবর: আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে

আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে
ছবি: গঙ্গাসাগর মেলা

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন এডিজি আইনশৃঙ্খলা–সহ দক্ষিণ ২৪ পরগনার জেলাপ্রশাসনের কর্তারাও। সেখানেই এই জিপিএস ট্র‌্যাকিং নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে কেন্দ্রীয় কন্ট্রোলরুম থেকে সমস্ত ভেসেল এবং বাসে নজরদারি চালানো যাবে। গতবারের তুলনায় এবার পূণ্যার্থীর সংখ‌্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই শুরু থেকেই পিলগ্রিম ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজে লাগতে চায় প্রশাসন।  বাবুঘাট সহ সব প্রান্ত থেকে সাগরযাত্রীদের জন্য ব্যবহৃত সরকারি ও বেসরকারি গণপরিবহনে ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে।

Published By: Bipradip Das

Breaking news: চীনের ‘ওয়াকিং নিউমোনিয়া’, সতর্কতা জারি মোদী সরকারের

Breaking news: চীনের ‘ওয়াকিং নিউমোনিয়া’, সতর্কতা জারি মোদী সরকারের

চীনের ‘ওয়াকিং নিউমোনিয়া’, সতর্কতা জারি মোদী সরকারের
প্রতিকি ছবি

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের পর এবার চীনে ‘ওয়াকিং নিউমোনিয়া’র (Walking Pneumonia) প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দিল নয়াদিল্লি। যারা ইতিমধ্যে শ্বাসকষ্ট সংক্রান্ত অসুস্থতায় আক্রান্ত তারা এই বিষয়ে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। উল্লেখ্য যে, বেশ কয়েক মাস আগে থেকেই চীনে একটি বিশেষ ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখা দিচ্ছে।যা অত্যন্ত চিন্তার বিষয়। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনের কাছে ক্লিনিক্যাল রিপোর্ট চেয়েছিল এই বিষয় সম্পর্কে। তার উত্তরে চীন দুদিন আগেই জানিয়ে দেয়, এটা নতুন কোনও ভাইরাস নেই। তা সত্ত্বেও সতর্কতা প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছে সব রাজ্যগুলিকে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেন জনস্বাস্থ্য ব্যবস্থা এবং হাসপাতালগুলিকে তৈরি রাখে। যে কোনও ধরনের প্রকোপ বৃদ্ধি পেলে সেই মুহূর্তে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

Published By: Bipradip Das