বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

BCCI মেয়াদ বৃদ্ধির মামলার শুনানি আরও দু’সপ্তাহ পেছালো

বিসিসিআইয়ের বক্তব্য, সভাপতি ও সচিবের মেয়াদ টানা ছ’বছর করা হোক

president od bcci
BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলির মেয়াদ বৃদ্ধির মামলার শুনানি আরও দু’সপ্তাহ পিছিয়ে গেল। গত বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি ডিভিশন বেঞ্চে মেয়াদ বৃদ্ধির মামলাটি ওঠে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সলিসিটর জেনারেল' তুষার মেহতা' সওয়াল শুরু করার আগেই শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। আসলে তামিলনাড়ু এবং হিমাচল প্রদেশ রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের প্রাপ্য বকেয়া না পাওয়ায় ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। সেই মামলা এখনও তালিকাভুক্ত হয়নি। তাই বোর্ডের যাবতীয় মামলা একসঙ্গে শুনানির জন্য দু’সপ্তাহ পর আবার বেঞ্চ বসবে।
বিসিসিআই সচিব জয় শাহর মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। বোর্ড সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির মেয়াদ পূর্ণ হবে এই জুলাইয়ে। লোধা কমিটির প্রস্তাব মেনে তৈরি হওয়ার বোর্ডের নতুন সংবিধানে স্পষ্ট বলা হয়েছে, কোনও ব্যক্তি রাজ্য এবং বিসিসিআই মিলিয়ে এক বা একাধিক পদে ছয় বছরের বেশি সময় কাটিয়ে ফেললে তাঁকে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে। গত এপ্রিলে বোর্ডের নতুন কমিটি সংবিধানের এই অংশটি সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। বিসিসিআইয়ের বক্তব্য, সভাপতি ও সচিবের মেয়াদ টানা ছ’বছর করা হোক। সুপ্রিম কোর্ট সেই দাবি মেনে নেয় কী না সেটাই এখন দেখার। তা না হলে পদত্যাগ করতে হবে সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহকে। এই দু’টি পদে পুনরায় নির্বাচন করতে হবে BCCI বোর্ডকে।

Published on
23/07/2020 10:57

Published By: BIPRADIP DAS





Share This

0 Comments: