শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

অসমে গত বছরের তুলনায় উৎপাদন ৪০% কমেছে

আগে তো ছিল সারা ভারত জুড়ে লকডাউন। আর এখন একটানা অতি ভারী বৃষ্টি। সব মিলিয়ে ধাক্কা খাচ্ছে চা উৎপাদন

assam tea
অসমের চা 

নিজস্ব প্রতিনিধিঃ
ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের দাবি, জানুয়ারি থেকে জুনে উত্তরবঙ্গ ও অসমে গত বছরের তুলনায় উৎপাদন ৪০% কমেছে। সরবরাহ কমায় নিলাম কেন্দ্রের বাড়ছে চায়ের দাম। আগে তো ছিল সারা ভারত জুড়ে লকডাউন। আর এখন একটানা অতি ভারী বৃষ্টি। সব মিলিয়ে ধাক্কা খাচ্ছে চা উৎপাদন। 
ফলে বন্ধ ছিল পাতা তোলা এবং তার থেকে চা তৈরিও। তখনই কমপক্ষে ২০% উৎপাদন ঘাটতির আশঙ্কা প্রকাশ করেছিল চা শিল্প মহল। আইটিএর দাবি, এর পরে বৃষ্টি নতুন সমস্যা ডেকে এনেছে। অবিরাম বৃষ্টিতে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বহু বাগান ও সংলগ্ন এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। একই অবস্থা অসমেও। ফলে বাগানে কাজে আসতে পারছেন না অনেক শ্রমিক। পাতা তোলায় বিঘ্ন ঘটছে। বৃষ্টির জেরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য কারখানায় চায়ের উৎপাদনও ব্যাহত হচ্ছে। 
উৎপাদন কম হওয়ার কেন্দ্রে চায়ের দাম বাড়তে শুরু করেছে। তবে আইটিএ-র সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহার দাবি, এই দাম বৃদ্ধিতেও বাগানগুলি বর্তমানে লাভবান হবে না। 


Published on
24/07/2020 18:22

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: