রবিবার, ১৯ জুলাই, ২০২০

কলকাতার মধ্যে বিজয়গড় এবং আজাদগড় কন্টেনমেন্ট জোন


নিজস্ব সংবাদ-দাতা: কলকাতার মধ্যে বিজয়গড় এবং আজাদগড় কন্টেনমেন্ট জোন। সেইসব এলাকায় সব দোকান বাজার বন্ধ। তাই এই দুটি এলাকার মানুষ সম্প্রতি ভিড় জমাচ্ছিলেন এলাকার তৃতীয় বিকল্প বিক্রমগড় বাজারে।
তার পাশাপাশি বিক্রমগড় এলাকার মানুষও ছিলেন। সবমিলিয়ে বিক্রমগড় বাজারের গত দশ দিনের অস্বাভাবিক ভিড়ের ছবি ক্রমশঃ উদ্বেগ বাড়াচ্ছিল স্থানীয় মানুষ ও কলকাতা পুরসভার । তাই শনিবার সকালে বিক্রমগড় বাজারও সিল করে দিল কলকাতা পুরসভা।
বাজার লাগোয়া সমস্ত মুদিখানা ও মনিহারি দোকানগুলিও বন্ধ করে দেওয়া হল। আপাতত আগামিকাল রবিবার অর্থাৎ ১৯ জুলাই পর্যন্ত বাজার বন্ধ। মোট ২১টি দোকানকে জোড় বিজোড় ভাগ করে কিছু সোমবার, কিছু মঙ্গলবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার সোমবার থেকেই খুলবে কিনা, খুললে তার রূপরেখা কী হবে তা নিয়ে এই মুহূর্তে জরুরি বৈঠকে বসেছে কলকাতার পুরসভার দশ নম্বর বরো। 

Share This

0 Comments: