বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

করোনা–আক্রান্ত সমস্যার জন্য ফিরহাদ হাকিম নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছেন

শুক্রবার থেকে পুরকর্মীদের লালরস টেস্টের সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম

নিজস্ব সংবাদদাতাঃ
গত মঙ্গলবার ফিরহাদ হাকিম তার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর ৯৮৩০০৩৭৪৯৩ দিয়েছেন এবং  বলেছেন, কলকাতা শহরে কোথাও কোনও যদি করোনা–আক্রান্ত সমস্যায় পড়েন! তাহলে পুরসভার হেল্পলাইন নম্বরে না পেলে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন।অবশ্যই সাথে সাথেই পুর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুরসভার সাফাই, স্বাস্থ্যকর্মীদের জন্য সেফ হোমে ৫০টি শয্যা সংরক্ষিত রাখা হচ্ছে। 
এদিন পুরকর্মীদের লালরস টেস্টের সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ। শুক্রবার থেকে শুরু হবে পুর কর্মীদের লালরস পরীক্ষার কাজ। রক্সি সিনেমার নীচে একটি স্থায়ী সেন্টার করা হচ্ছে। সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে। সব কর্মীকে আর্সেনিক অ্যালিবা দেওয়া হচ্ছে তাঁর এবং পরিবারের সুরক্ষার জন্য।
আর করোনায় মৃতদেহ নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স পাওয়া নিয়ে পুরসভায় একাধিক অভিযোগ জমা পড়েছে। খুব শিগগিরই এমন একটি বিজ্ঞাপন দেওয়া হবে।

Published on
30/07/2020 19:09

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: