শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

৭২ হাজার অ্যাসল্ট রাইফেল আমেরিকার কাছ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা


নিজস্ব সংবাদ-দাতা: চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনা সামান্য স্তিমিত হয়েছে৷ তবু নিজেদের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারতীয় সেনা৷ নিজেদের বাহিনীর জন্য আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা৷ প্রথম দফায় বরাত দেওয়া ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী৷ নর্দান কমান্ড সহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলি তুলে দেওয়া হয়েছে৷ সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, সেনাকে দেওয়া বিশেষ আর্থিক ক্ষমতা ব্যবহার করেই দ্বিতীয় দফায় এই ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে৷ পরিকল্পনা অনুযায়ী, নিজেদের বাহিনীর জন্য দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল আমদানি করার পরিকল্পনা করেছে ভারত৷ সন্ত্রাস দমনের পাশাপাশি নিয়ন্ত্রণরেখাতেও এই রাইফেলগুলি ব্যবহার করবে ভারতীয় সেনা৷ বাদ বাকি বাহিনীর জন্য আমেঠির অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত 'একে-২০৩' রাইফেল তুলে দেওয়ার কথা৷ যদিও এই প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি৷

Share This

0 Comments: