মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

পুজোর আগেই মিলতে পারে ‘এজেডডি-১২২২’ টিকা

oxford university
প্রতিকি ছবি 

নিজস্ব প্রতিবেদনঃ করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের দৌড়ে বিশ্বকে টেক্কা দিতে চলেছে এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রথম ট্রায়াল সাফল্যও মিলে গেছে। সব অঙ্ক মিলে গেলে আগামী দু’মাসের মধ্যেই চলে আসবে করোনার প্রতিষেধক। অর্থাৎ, পুজোর আগেই মিলতে পারে ‘এজেডডি-১২২২’ টিকা। এবং সত্যিই যদি তাই হয়, তা হলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে জমে ওঠা আশঙ্কার মেঘ অনেকটাই কেটে যাবে বলে মনে করা হচ্ছে।
সোমবার তাদের তরফে জানানো হয়েছে, করোনার প্রতিষেধক আবিষ্কারে অক্সফোর্ডের গবেষণা সফল। প্রতিষেধকটি মানবদেহে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম। চূড়ান্ত পর্বে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। এই পর্বে সফল হলেই বাজারে আনার অনুমোদন মিলবে। তবে এই পর্বে টিকাটি প্রয়োগের পর মানব শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া নজরে এসেছে। সারা পৃথিবীতে এই মুহূর্তে ১৪০টির বেশি ওষুধ প্রস্ততকারক সংস্থা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য গবেষণা চালাচ্ছে। প্রতিটি প্রকল্পে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা গবেষণা। পরীক্ষার স্তরে থাকা করোনা প্রতিষেধকের ন’কোটি ডোজ কেনার জন্য একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করেছে ব্রিটেন।

Share This

0 Comments: