শনিবার, ১৮ জুলাই, ২০২০

মাস্ক পরলেও কোন মাস্কটা সঠিক, কোন মাস্ক পরা উচিত, কী ভাবে ব্যবহার করা উচিত?


নিজস্ব সংবাদ-দাতা: করোনার ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃত্যুর হার, আক্রান্তের সংখ্যাও। কিন্তু, এতেও যেন কোনও ভ্রূক্ষেপ নেই। বাইরে বেরোলেই গলায় মাস্ক ঝুলিয়ে রাখা মানুষ কিংবা মাস্ক ছাড়াই অকুতোভয় হয়ে ঘুরে বেড়ানো মানুষের দেখা মিলছে শহরের বিভিন্ন পথঘাটে। নিয়ম করে নাক ও মুখ ঢেকে মাস্ক পরছেন না জনগন। কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে, বাড়ছে সংক্রমণের ভয়, এ কথা জানালেন মেডিসিনের চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়।
তবে মাস্ক পরলেও কোন মাস্কটা সঠিক, কোন মাস্ক পরা উচিত, কী ভাবে ব্যবহার করা উচিত, ভাইরাসের প্রবেশ আটকানোই হল মাস্কের মূল লক্ষ্য। কিন্তু কোন মাস্ক পরবে আমজনতা? মাস্ক কি ধোওয়া যায়? ক’টা মাস্ক ব্যবহার করবে মানুষ ? কী ভাবে?
মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, আমেরিকায় গবেষণা হয়েছে মাস্ক নিয়ে। সে ক্ষেত্রে দেখা গিয়েছে এন-৯৯ বা এন-৯৫ সবচেয়ে কার্যকর। তবে তার প্রয়োজন মূলত ডাক্তারদের । রোগীদের সংস্পর্শে আসতে হয় বা এরোসল তৈরি হয়, এ রকম জায়গায় এই দু’টি মাস্ক মূলত ব্যবহার করেছেন চিকিৎসকরা। এরপরেও সংক্রমিত হয়েছেন। মারাও গিয়েছেন অনেকে। 

Share This

0 Comments: