বুধবার, ২৯ জুলাই, ২০২০

রাম মন্দির নির্মাণে ১ কেজি সোনার ইট তুলে দেবেন মুঘল বাবর বংশধর প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি

কিছু দিন আগে জল ও মাটি হুগলি জেলার বিখ্যাত ত্রিবেণীর পবিত্র গঙ্গা থেকে নিয়ে গেছে বিশ্ব হিন্দু পরিষদ

ভারতের মুঘল বাবর বংশধর কঠোর নিরাপত্তার ঘেরা 

নিজস্ব সংবাদঃ ৩ আগস্ট থেকে ৫ আগস্ট হবে রাম মন্দির ভূমিপূজোর উৎসব।রাম মন্দির নির্মাণের জন্য কিছু দিন আগে জল ও মাটি হুগলি জেলার বিখ্যাত ত্রিবেণীর পবিত্র গঙ্গা (এই গঙ্গাতেই তিনটি নদীর জল মিলিত হয়েছে) থেকে নিয়ে গেছে বিশ্ব হিন্দু পরিষদ, আগামী ৫ আগস্ট সেখানে স্বয়ং হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ, সেই রাম মন্দির নির্মাণে ভূমিপূজোর উৎসবে অবদান রাখতে চলেছেন ভারতের মুঘল বাবর বংশধর। কেন্দ্রীয় সরকারের হাতে ১ কেজি সোনার তৈরি ইট তুলে দেবেন মুঘল বাবর বংশধর প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি। 
এই মোঘল বংশধর প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি বর্তমানে হায়দ্রাবাদ রাজ্যে থাকেন।যিনি ভারতের শেষ স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্র। 
ভারতের শেষ স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্র বলেন, ‘ভারতের হিন্দু ভাইদের আমার অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। মন্দির নির্মাণের জন্য আমি যে এক কেজি সোনা দেবো বলেছিলাম তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবো। 

Published on
29/07/2020 16:43

Published By: BIPRADIP DAS 




Share This

0 Comments: