শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

করোনার জন্যই ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি


নিজস্ব সংবাদ-দাতা: ২০২১ এ মাধ্যমিক কবে? করোনার প্রভাবে দীর্ঘ ১৩৯ দিন পর ফলাফল প্রকাশ করা হল পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধা তালিকা নিয়েই প্রকাশ করা হয়েছে রেজাল্ট। সাংবাদিক বৈঠক করে, মাধ্যমিকের ফলাফল প্রকাশ করলেও পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিন কবে তা এখনও জানানো হয়নি। কবে থেকে নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা সেটা ফলাফল প্রকাশের দিনই জানিয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এবছর আর সেটা করা হয়নি। করোনায় অনিশ্চয়তা জন্যই ২০২১ অথাৎ পরের বছরের মাধ্যমিক পরীক্ষা কবে এই নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্ষদ সভাপতিকে পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিন জানতে চাওয়া হলে তিনি জানান এখন সবচেয়ে বড় কাজ করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। তবে পরের বছরে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষন নিয়ে কিছু জানাতে চাননি তিনি। ২২ জুলাই স্কুলে মার্কশিট ২২ জুলাই স্কুল থেকেই পরীক্ষার্থীরা মার্কশিট পেয়ে যাবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। সেকারণে স্কুলগুলি স্যানিটাইজ কর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে পরীক্ষার্থী না অভিভাবকদের হাতে মার্কশিট দেওয়া হবে সেটা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। মেধা তালিকায় নেই কলকাতা এবারে মেধাতালিকায় ঠাঁই হয়নি কলকাতার কোনও স্কুলের। জেলার স্কুল গুলি থেকেই মেধা তালিকার এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে ছাত্রছাত্রীরা। পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলার ফলাফল সবচেয়ে ভাল হয়েছে। পাশের হারে এবারও এগিয়ে পূর্ব মেদিনীপুর। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।


Share This

0 Comments: