মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

মাধ্যমিকের মার্কশিট পাবার সময়টা পিছিয়ে দেওয়া হয়েছে

madhyamik marksheet notice
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল নোটিশ 
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদ জুলাই এর ১২ তারিখ -এ রাজ্যের মাধ্যমিকের ফলপ্রকাশ করে।রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদ দপ্তরের নির্দেশিকা ছিলো যে, আগামী ৩১ শে জুলাইয়ের মধ্যে মার্কশিট পাবে সব ছাত্রছাত্রীরা। সেই মতোই কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী ২২ এবং ২৩ তারিখেমধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। কিন্তু যেহুতু আগামী ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউন চলবে।তাই মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিবৃতির মাধ্যমে জানানো হলো, আগামী ২২ ও ২৪ শে জুলাই মার্কশিট তুলে দেওয়া হবে স্কুল কতৃপক্ষের হাতে। বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা। তাঁদের সন্তানদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। এই করোনা পরিস্থিতিতে মার্কশিট দেওয়া বেশ বড় চ্যালেঞ্জ  মধ্যশিক্ষা পর্ষদের জন্য। গতকাল সোমবার স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে কড়া লকডাউন হবে। এই বৃহস্পতিবারই ছিল মার্কশিট বিতরণের দিন, তাই এই সময়টা পিছিয়ে ২৪ জুলাই করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন, " মার্কশিট বিতরণের কাজ যাতে ভালভাবে হয় সেটা দেখার দায়িত্ব থাকবে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার উপরে। ৫০% শিক্ষক বা শিক্ষিকা যেন ওই দু’দিন স্কুলে উপস্থিত থাকতেই হবে। 

Share This

0 Comments: