মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না মমতা বন্দ্যোপাধ্যায় জানান

 এটা সম্পূর্ণ ভাবে লকডাউন নয়

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ
আগে লকডাউন ছিল ৩১ জুলাই পর্যন্ত। অর্থাৎ আরও এক মাস বাড়ানো হল করোনা লকডাউন। আজ নবান্নে বৈঠকে পর মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যে লকডাউন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হল। 
মুখ্যমন্ত্রী জানান, এটা সম্পূর্ণ ভাবে লকডাউন নয়। সারা সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন চলবে। কবে কবে সম্পূর্ণ লকডাউন হবে ? এই সপ্তাহে বুধবার লকডাউন চলবে। শনিবার ইদুজ্জোহার পড়ছে তার জন্য লকডাউন হচ্ছে না। পরের সপ্তাহে রাখিবন্ধনের জন্য ২ ও ৫ অগাস্ট লকডাউন হবে। তারপর ৮ ও ৯ অগাস্ট শনিবার ও রবিবার লকডাউন হবে। স্বাধীনতা দিবস শনিবার পড়ায় ওই সপ্তাহে ১৬ ও ১৭ অগাস্ট অর্থাৎ রবি ও সোমবার লকডাউন হবে। 
পরের সপ্তাহে ২৩ ও ২৪ অগাস্ট রবি ও সোমবার সম্পূর্ণ লকডাউন হবে। আর পুরো লকডাউন হবে ৩১ অগাস্ট সোমবার। ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ অগাস্ট মোট ৯ দিন সম্পূর্ণ লকডাউন হবে রাজ্যে। ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্কুল-কলেজ এখনই খুলছে না। 

Published on
28/07/2020 18:41

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: