বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

করোনাভাইরাস বাড়ন্ত রুখতে কঠোর পদক্ষেপ করল ঝাড়খণ্ড রাজ্য

মাস্ক না-পরে বেরলে ১ লাখ টাকা জরিমানা ও লকডাউনের নিয়ম ভেঙে দোষী প্রমাণিত হবে ২ বছরের পর্যন্ত জেল হতে পারে

jharkhand state mask
মাস্ক না-পরে বেরলে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতাঃ 
করোনাভাইরাস বাড়ন্ত রুখতে কঠোর পদক্ষেপ করল ঝাড়খণ্ড রাজ্য সরকার। মানুষকে সতর্ক করতে কড়া শাস্তির বিধান দিয়েছে। মাস্ক না-পরে বেরলে ১ লাখ টাকা জরিমানা ও লকডাউনের নিয়ম ভেঙে দোষী প্রমাণিত হবে ২ বছরের পর্যন্ত জেল হতে পারে।
ঝাড়খণ্ডের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা জানিয়েছেন, 'এখনও অধ্যাদেশ পূর্ণরূপে বলবত্‍‌ শুরু হয়নি। কারওকে জরিমানা করা হলে, তার উপর চলা মামলায় তিনি দোষী প্রমাণিত হলে তবে তাঁকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে। এমনটা নয় যে, স্পট চেকিং-এর সময় মাস্ক না-পরা অবস্থায় কেউ ধরা পড়লে তখনই তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হবে। আমাদের সরকার সবরকমভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।'
দেশে একদিনে করোনার রেকর্ড! সংক্রমিত ৪৫০০০+, মৃত আরও ১১২৯
নয়া নির্দেশে লকডাউনের নিয়মকে কঠোরভাবে পালনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। 

Published on
23/07/2020 16:17

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: