শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ইদুজ্জোহা পালন করার রাজ্যের মসজিদগুলিতে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে

আগামীকাল মুসলমান সম্প্রদায়ের ভাইবোনদের বকরি ঈদ শুরু

বকরি ঈদ শুরু
বকরি ঈদ শুরু

নিজস্ব সংবাদদাতাঃ
আগামীকাল মুসলমান সম্প্রদায়ের ভাইবোনদের বকরি ঈদ শুরু। বর্তমান মহামারি  পরিস্থিতিতে রাজ্যের মসজিদগুলিতে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। বাড়িতে থেকেই ইদুজ্জোহা পালন করার আবেদন জানিয়েছেন রাজ্যের মুসলিম ধর্মগুরুরা।
 নাখোদা মসজিদে ইমাম শফিক কাশেমি বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের বিধি মেনে মসজিদে নমাজ হবে। সকলকে অনুরোধ, মসজিদে ভিড় করবেন না। শিশু এবং বয়স্করা বাড়িতে থেকেই নমাজ আদায় করুন।’’ মসজিদে যাতে দূরত্ব-বিধি মেনে সকলে নমাজ পড়েন, সেই আর্জিও জানিয়েছেন কাশেমি সাহেব। তিনি আরও বলেন, ‘‘অবশ্যই মাস্ক পরে মসজিদে আসবেন। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজ়ার রাখতে ভুলবেন না।’’
ধর্মতলার টিপু সুলতান মসজিদের তরফে হাফিজ হারুন রশিদ বলেন, ‘‘ইদুজ্জোহার নমাজে একসঙ্গে ২৫ জনের বেশি ঢুকতে দেওয়া হবে না। নমাজ পড়ার সময়ে মাস্ক পরতেই হবে।’’ তিনি জানান, দু’মাস আগের ইদের তুলনায় এখন করোনার প্রকোপ অনেক বেড়েছে। তাই তাঁরও আবেদন, প্রবীণ এবং শিশুরা যতটা সম্ভব বাড়িতে থেকে নমাজ আদায় করুন।

Published on
31/07/2020 16:49

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: