সোমবার, ২৭ জুলাই, ২০২০

মুকুল রায় বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন

একাংশের আশঙ্কা ছিল, আগামী বিধানসভা ভোটের আগেই হয়তো মুকুল তাঁর পুরনো দল, তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন

 
মুকুল রায় বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন
মুকুল রায় এবং দিলীপ ঘোষ 

নিজস্ব প্রতিনিধিঃ মুকুল রায় সল্টলেকে নিজের অফিসে সাংবাদিক বৈঠক করে সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন। 
গত ১ মাস ধরে বিজেপি নেতা মুকুল রায়কে নিয়ে বিজেপিতে থাকা নিয়ে বিভিন্ন প্রশ্ম তৈরি হয়েছিলো। এমনকী, বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশের আশঙ্কা ছিল, আগামী বিধানসভা ভোটের আগেই হয়তো মুকুল তাঁর পুরনো দল, তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন। 
বিজেপির সূত্রে যা জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির সাংগঠনিক বৈঠকের প্রথম দিন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুকুলের মতভেদ তৈরি হয় আর সেই থেকেই বিভিন্ন প্রশ্ম উঠে এসেছে, মুকুল রায়-কে নিয়ে। 
এ দিন নিজের অফিসেই সাংবাদিক বৈঠক করে মুকুল রায় পরিস্কার বলে দিয়েছেন, 'আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকব। করোনা-আবহের জন্য রাজনৈতিক কার্যকলাপ এখন অনেক স্তিমিত। কিন্তু আমাকে নিয়ে নানা বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। তাই মনে হল, আমার অবস্থান স্পষ্ট করা দরকার।' 

Published on
27/07/2020 09:51

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: