বুধবার, ২২ জুলাই, ২০২০

ফেসবুকে পোস্ট করার মাধ্যমে বিজেপি ছাড়ার কথা বলেছেন ফুটবলার মেহতাব হোসেন

২৪ ঘণ্টা না যেতেই যেতেই সিদ্ধান্ত বদল ইস্টবেঙ্গল কাঁপানো  খেলোয়ারের

mahatob join bjp
বিজেপির পতাকা, সভাপতি দিলীপ ঘোষ মেহতাব হোসেনের হাতে তুলে দিচ্ছেন

নিজস্ব সংবাদদাতাঃ ফুটবলারবিজেপিতে যোগ দেবার ২৪ ঘণ্টা না যেতেই যেতেই সিদ্ধান্ত বদল ইস্টবেঙ্গল কাঁপানো  খেলোয়ারের। হঠাৎ বিজেপি ছেড়ে দিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেন। ফেসবুকে পোস্ট করার মাধ্যমে বিজেপি ছাড়ার কথা বলেছেন ফুটবলার মেহতাব হোসেন। কারও চাপে নয়, পরিবার-পরিজনের ভাবাবেগকে সম্মান জানাতেই তিনি বিজেপি ছাড়লেন বলে জানা গিয়েছে। তবে অন্য কোনও দলে যোগ এখনও তিনি দেননি। জানিয়েছেন, রাজনীতিতেই থাকতে চান না। প্রাক্তন জাতীয় ফুটবলারের এই রাতারাতি সিদ্ধান্ত বদল বিজেপিকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে। তবে মেহতাবকে আক্রমণ না করে নাম না করে তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি।
গত ২১ জুলাই এক দিকে যখন শহিদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা করছেন, অন্য দিকে বিজেপির রাজ্য সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন মোহনবাগান-ইস্টবেঙ্গল কাঁপানো ফুটবলার মেহতাব হোসেন। একে ফুটবলার হিসেবে বেশ জনপ্রিয়, তায় সংখ্যালঘু মুখ। এমন এক জনকে বেছে বেছে একুশে জুলাইতেই নিজেদের দলে সামিল করতে পেরে তৃণমূলকে ব্যাকফুটে নিয়ে গিয়েছিলো বিজেপি। বুধবার মেহতাব হোসেন ফেসবুকে জানিয়েছেন, কেন তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। কেন ছাড়লেন, তার ব্যাখ্যাও দিয়েছেন। মেহতাব লিখেছেন, ‘‘যে মানুষগুলো আমাকে মেহতাব করে তুলেছিল, সেই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা। মনে হয়েছিল, রাজনীতিতে এলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব। সারা পৃথিবীর এই খারাপ সময়ে সামর্থ্য অনুযায়ী বহু মানুষের পাশে থাকার চেষ্টা করেছি , তবুও যেন একা পেরে উঠছিলাম না। চারিদিকে ওই অসহায় মুখগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। চারপাশের সংখ্যাটা রোজ বাড়ছে। তাই হঠাৎ করেই রাজনীতিতে যোগ দিই আমি।’’

Published on
22/07/2020 18:17

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: