বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ভিক্ষা নয় আমাদের প্রত্যেকের কর্মসংস্থান চাইঃ বিজেপি

মমতার বহিরাগত উত্তরে মুকুল রায় বলেন এই বাংলা থেকেই কেউ একজন নতুন মুখ্যমন্ত্রী হবেন

mukul roy
বিজেপি দুই নেতা মুকুল রায় এবং দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতাঃ
মমতার ২১-শে জুলাই এর সাথে সাথেই পাল্টা দেয় বিজেপি। ২০২১ শে বিধানসভা ভোটে ফিরে আসলে রাজ্যের প্রতিটি মানুষকে সারাজীবন ফ্রি -তে রেশন দেওয়ার প্রসঙ্গে বিজেপি উত্তর দেয়, ভিক্ষা নয় আমাদের প্রত্যেকের কর্মসংস্থান চাই। আর বাংলা শাসনের দিক থেকে বহিরাগত উত্তরে মুকুল রায় বলেছিলেন বাংলা থেকেই কেউ একজন নতুন মুখ্যমন্ত্রী হবেন বিজেপিতে। মুকুল যুগের শুরু হতে যাচ্ছে বিজেপিতে ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূল স্লোগান দিয়েছিল ৪২-এ ৪২। কিন্তু মুকুল রায় বলেছিলেন বিজেপি অন্তন ২২ টি আসন পাবে। এই সংখ্যার থেকে ৪ টি আসন কম পায় বিজেপি। তৃণমূলের ঘরের খবর জানেন মুকুল রায়, বিজেপির অনেক নেতা রাস্তায় নামলেও মুকুল রায়কে সেভাবে দেখা যায় না। তখনই প্রশ্ন ওঠে তাহলে কি নেতৃত্বের ওপর ক্ষুব্ধ মুকুল রায়। যদিও নিজেকে আড়ালে রেখেই লড়াই পছন্দ করেন মুকুল রায়। যেটা তৃণমূলের পুরনো নেতারাও বলেন। যেভাবে তিনি ২০১১-র আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হয়ে লড়াই চালিয়েছিলেন। তিনি যে সব থেকে বেশি তৃণমূলের অন্দরমহলের খবর রাখেন, তা একবাক্যে স্বীকার করেন তৃণমূলের অনেক নেতাই।

Published on
23/07/2020 18:57

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: