রবিবার, ২৬ জুলাই, ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫৬০ জন

বুধবার এক দিনে আক্রান্তের সংখ্যা ১৫৮৯ জন। গত চব্বিশ ঘণ্টায় ২০ জন রোগীর মৃত্যু হয়েছে

COVID 19
রোগীর মৃত্যু-দেহ নিয়ে যাওয়া হচ্ছে 

নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্যনুসারে, বুধবার এক দিনে আক্রান্তের সংখ্যা ১৫৮৯ জন। গত চব্বিশ ঘণ্টায় ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। গত রবিবার২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫৬০ জন। পরের লকডাউনের দু’দিন সংক্রমণ কমে হয় ১৩৯০ এবং ১৪৩৫ জন।
আগামী কয়েক দিন যে সংক্রমণ বাড়বে সে কথা জানিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সারা পৃথিবীতে চলা মহামারি, ম্যাজিক করে আমরা আটকে দিতে পারব না। সচেতনতাই সবচেয়ে বড় ম্যাজিক। এখনও ওষুধই আবিষ্কার হয়নি! কেন্দ্র কোনও সহযোগিতা করেনি। লক্ষ লক্ষ মানুষের সেফ হাউস বা কোয়রান্টিন সেন্টার, হাসপাতাল, বেসরকারি হাসপাতাল নেওয়া, সব চেষ্টা হচ্ছে।’’ এর পরই তিনি বলেন, ‘‘ক’দিন সংক্রমণ বাড়বে। কারণ আমরা পরীক্ষা, ট্রেসিং বাড়াব।’’ 

Published on
26/07/2020 12:00

Published By: BIPRADIP DAS




Share This

0 Comments: