শনিবার, ১৮ জুলাই, ২০২০

জম্মু ও কাশ্মীরে আবার ভারতীয় সেনা-জঙ্গি সংঘর্ষ | এনকাউন্টারে ৪৮ জঙ্গির মৃত্যু


নিজস্ব সংবাদ-দাতা: জম্মু ও কাশ্মীরে আবার ভারতীয় সেনা-জঙ্গি সংঘর্ষ। এদিন ভোরে সোপিয়ানের আমশিপোড়ায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত ৩ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশ। ভোরে এনকাউন্টার । নির্দিষ্ট সূত্রে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সেনা, আধাসামরিক বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ। আমশিপোড়ায় তল্লাশি অভিযান শুরু হতেই হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল কুলগাঁওয়ে এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। এদের মধ্যে জৈশ-এর কমান্ডার আইইডি বিশেষজ্ঞ ছিল বলে দাবি করেছে তারা। কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর তরফে জঙ্গি কমান্ডারদের একটি তালিকায় তৈরি করা হয়েছে। আগামী মাসগুলিতে তাদেরকে খুঁজে বের করে নিকেশ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। জুন মাসে কাশ্মীর উপত্যকায় বিভিন্ন এনকাউন্টারে ৪৮ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ কাশ্মীরের ৪ জেলার বলেও জানিয়েছে তারা।

Share This

0 Comments: