রবিবার, ১৯ জুলাই, ২০২০

রাজ্যের ১২ হাজার অস্থায়ী কলেজ শিক্ষকের কর্মসংস্থান সুনিশ্চিত হয়ে গেল


নিজস্ব সংবাদ-দাতা:  রাজ্যের কলেজগুলির অতিথি শিক্ষক সম্পর্কিত সমস্যার সমাধান করল বাংলার উচ্চশিক্ষা দপ্তর। ফলস্বরুপ, রাজ্যের ১২ হাজার অস্থায়ী কলেজ শিক্ষকের কর্মসংস্থান সুনিশ্চিত হয়ে গেল। একইসঙ্গে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার পথেও জটিলতা রইল না। রাজ্যের সব কলেজ মিলিয়ে উদ্বৃত্ত প্রায় ৭০০ অতিথি শিক্ষককে অন্যত্র বদলির কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত অতিথি শিক্ষক এবং কলেজগুলির দাবি মেনে সেই সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। এতদিন রাজ্যের প্রায় ৮ হাজার ৫০০ জন অতিথি শিক্ষক ক্লাস পিছু টাকা পেতেন। রাজ্যের বিভিন্ন কলেজগুলি নিজস্ব তহবিল থেকেই তাঁদের মাইনে দিতো। ২ হাজার ৯১৬ জন পার্ট টাইমার পেতেন প্রায় ১৯ হাজার টাকা করে। প্রায় ৫০০ চুক্তিভিত্তিক শিক্ষক পেতেন ২৫ হাজার টাকার মতো। কিন্তু এবার থেকে তাঁদের সাম্মানিক দেবে রাজ্য সরকার। অভিজ্ঞতার নিরিখে এঁদের স্যাক্ট-১ এবং স্যাক্ট-২ ক্যাটিগরিতে ভাগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্যাক্টদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা। ইউজিসির যোগ্যতামান না থাকা, ১০ বছরের কম অভিজ্ঞ শিক্ষকরা সেই ভাতা পাবেন। যোগ্যতামান থাকলে সেটাই বেড়ে দাঁড়াবে ২৫ হাজার টাকা। ১০ বছরের পুরনো, ইউজিসির যোগ্যতামান পেরনো শিক্ষকরা ৩৫ হাজার টাকা পাবেন। ১০ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির যোগ্যতামান না থাকা শিক্ষকরা পাবেন ৩১ হাজার টাকা। 

Share This

0 Comments: