সোমবার, ২০ জুলাই, ২০২০

আগামী সপ্তাহে বুধবার লকডাউন থাকবে: স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

covid19 lockdown
লকডাউনের প্রতিকি ছবি 

নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণ বাগে আনতে সপ্তাহে দু' দিন করে লকডাউন হচ্ছে রাজ্যে৷ একথা ঘোষণা করেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এই সপ্তাহের বৃহস্পতিবার এবং শনিবার করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে৷ জরুরি পরিষেবা বাদে রাজ্যের অফিস- কাছারি, পরিবহণ, সমস্ত কিছুই সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব৷ আগামী সপ্তাহে বুধবার লকডাউন থাকবে৷
স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে রাজ্য প্রশাসন৷ সেখানে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মত থেকে মনে করা হচ্ছে, রাজ্যের কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে৷ সেই কারণেই সংক্রমণ রুখতে সপ্তাহে দু' দিন পূর্ণ লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার৷
স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, প্রত্যেক সপ্তাহের সোমবার পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসবে রাজ্য প্রশাসন৷ সেদিনই জানিয়ে দেওয়া হবে, সেই সপ্তাহে কোন দু' দিন লকডাউন করা হবে৷ আপাতত আগামী সপ্তাহের বুধবারও লকডাউন থাকবে৷ আগামী সপ্তাহে অন্য কোনদিন লকডাউন থাকবে, তা পরে জানিয়ে দেওয়া হবে৷
এর বাইরে রাজ্যের যে কন্টেইনমেন্ট জোন বা এলাকাগুলিতে স্থানীয় ভাবে লকডাউন চলছে, তা চলবে বলেই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব৷
সাধারণ মানুষের সুবিধার্থে এ দিন রাজ্য প্রশাসনের তরফে দু'টি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে৷ সেগুলি হল ইন্টেগ্রেটেড হেল্পলাইন নম্বর- ১৮০০৩১৩৪৪৪২২২, ০৩৩-২৩৪১২৬০০ এবং টেলি মেডিসিন কনসাল্টেশন নম্বর ০৩৩-২৩৫৭৬০০১ 

Share This

0 Comments: