সোমবার, ২০ জুলাই, ২০২০

রাজ্যের পঞ্চম স্থান অধিকারী ছাত্রী সুপর্ণা খাতুনের পাশে 'রাজ্য বেডস পরিবার'

পঞ্চম স্থান অধিকারী ছাত্রী সুপর্ণা খাতুন

নিজস্ব প্রতিনিধিঃ উচ্চ-মাধ্যমিক বোর্ডের ফলাফল প্রকাশ-এর পরেই রাজ্যের পঞ্চম স্থান অধিকারী ছাত্রী সুপর্ণা খাতুনের বাড়ীতে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য বেডস পরিবার সহ জ্ঞানীগুণী পরিজনের ভিড় জমতে থাকে ধীরে ধীরে।  তার প্রাপ্ত নম্বর ছিলো ৪৯৫, বেড়িগোপালপুর আদর্শ বিদ্যালয়ের ছাত্রী সুপর্ণা। পিতা আলী হোসেন পেশায় একজন চাষী, নিজের মাত্র ৯ কাঠা জমি ,অন্যের জমিতে চাষ করে নিজের সংসার চালান। মা নারগিস সর্দার, তিনি সেলাই মেশিনের কাজ করে সংসারের কিছুটা হাল ধরে রাখার চেষ্টা করেন। পড়াশুনা করার পাশাপাশি বাবার সাথেও যেতে হয় মাঠে, সুপর্ণা ভূগোল নিয়ে গবেষণা করার স্বপ্ন। প্রশাসনের তরফ থেকে, বনগাঁ শাখায় পুলিশ কর্তা বিশ্বজিৎ পাল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং ফুল-মিষ্টি নিয়ে হাজির হন, এছাড়াও উপস্থিত হন  সুপর্ণার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রসন্ন সাহা এবং বেঙ্গল এডুকেশনাল ফাউন্ডেশনের রাজ্য-সম্পাদক সাজাহান মন্ডল সহ জ্ঞানীগুণী স্বজন-রা। গোটা এলাকা জুড়ে খুশির খবরে মেতে উঠেছেন সকলেই, বাবা-মার ইচ্ছা তার একমাত্র কন্যা সুপর্ণাকে উচ্চশিক্ষিত করা, কিন্তু ইতিমধ্যে উচ্চশিক্ষায় খরচে তাদের কপালে চিন্তায় ভাঁজ ফেলেছে, কী করে এত খরচা সামলাবেন! 

Share This

0 Comments: