মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

পাকিস্তান আমাদের ফোন করলে তাতে দোষের কী? একটা ফোন নিয়ে এত সমস্যা কিসের? পৃথিবী তো একটাই: বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন

দু’দেশের প্রধানমন্ত্রী ফোনে কথা বলবেন, তাতে এত দোষ বা প্রশ্ন কেন?

sakhhasina
গত সপ্তাহে শেখ হাসিনাকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

নিজস্ব সংবাদদাতাঃ
গত সপ্তাহে শেখ হাসিনাকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে দেখার পাশাপাশি, আলাপ আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান বার করতে ইসলামাবাদে হাসিনাকে আমন্ত্রণও জানান তিনি। কিন্তু পাকিস্তান থেকে ফোন এলে 'তাঁরা কী করবেন' বলে সাফাই দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন।  এছাড়াও তিনি বলেন, ‘‘পাকিস্তান আমাদের ফোন করলে তাতে দোষের কী? মাত্র একটা ফোন নিয়ে এত সমস্যা কিসের? পৃথিবী তো একটাই।  আর সেখানেই আমরা সকলে বাস করি। ’দু’দেশের প্রধানমন্ত্রী ফোনে কথা বলবেন, তাতে এত দোষ বা প্রশ্ন কেন?’ নিজেদের স্বার্থ রক্ষার্থে কিছু লোক ইচ্ছাকৃত ভাবে বিষয়টিকে মুখরোচক করে তুলছে বলে অভিযোগ করেন 'বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন'।
জানা গিয়েছে, ঢাকায় নিয়োগ ভারতীয় হাইকমিশনার 'বিদায়' নেওয়ার আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস। কিন্তু একাধিক বার অনুরোধ জানানো সত্ত্বেও তাঁর সঙ্গে দেখা করার সময় পাননি শেখ হাসিনা। যদিও করোনার থেকে সাবধানতা অবলম্বন করছেন বলেই হাসিনা তাঁর সঙ্গে দেখা করেননি বলে ঢাকার তরফে সাফাই দেওয়া হয়। 

Published on
28/07/2020 10:56

Published By: BIPRADIP DAS





Share This

0 Comments: