সোমবার, ২৭ জুলাই, ২০২০

রবিবার ভোরে ত্রিবেণীতে পৌঁছে যান বিশ্ব হিন্দু পরিষদ | অযোধ্যার উদ্দেশে পাঠানো হবে পবিত্র জল ও মাটি

অযোধ্যার সেই ভূমিপুজোর সঙ্গে ত্রিবেণীর ভূমির নাম জুড়ে গেল!

ত্রিবেণীতে পৌঁছে যান বিশ্ব হিন্দু পরিষদ
ত্রিবেণীতে পৌঁছে যান বিশ্ব হিন্দু পরিষদ

নিজস্ব প্রতিনিধিঃ
গত-রবিবার কাকভোরে ত্রিবেণী সঙ্গমে পৌঁছে যান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ঘটে করে সংগ্রহ করা হয় জল। পুজোঅর্চনার পর সেই জল আনা হয় কলকাতায়, বিশ্ব হিন্দু পরিষদের সদর দফতরে। সোমবার সেখান থেকেই অযোধ্যার উদ্দেশে পাঠানো হবে ওই পবিত্র জল ও মাটি। শুধু অবশ্য জলই নয়, পাঠানো হচ্ছে ত্রিবেণী সঙ্গমের গঙ্গার মাটিও। ঐতিহাসিক রায়ে জয়ী অযোধ্যায় বিতর্কিত প্রাচীন জমি। আর সেই রাম মন্দির নির্মাণের পক্ষেই  রায় দিয়েছিল ভারতীয় সুপ্রিম কোর্ট। আগামী ৫ অগস্ট অযোধ্যায় ভূমিপুজো করেই শুরু হবে রামমন্দির নির্মাণের কাজ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অযোধ্যার সেই ভূমিপুজোর সঙ্গে ত্রিবেণীর ভূমির নাম জুড়ে গেল!
অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গঙ্গা, কুন্তি ও সরস্বতী নদীর সঙ্গমস্থলই হল ত্রিবেণী সঙ্গম আর সেই সূত্রেই হুগলি জেলার ত্রিবেণীর গঙ্গা থেকে 'পবিত্র জল' তুলে তা পাঠানো হল অযোধ্যার উদ্দেশে। রবিবার ত্রিবেণী সঙ্গম থেকে জল সংগ্রহ করার কাজটি সম্পন্ন করেন হুগলি জেলার বিশ্ব হিন্দু পরিষদের নেতা-কর্মীরা। সেখানকার পবিত্র জল রামমন্দিরের ভূমিপুজোর জন্যে অত্যন্ত জরুরি বলেই দাবি বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃপক্ষের।

Published on
27/07/2020 11:04

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: