বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

কলেজের পরীক্ষার্থীদের ব্যাপারে বলেছি, এখন এভাওয়া সম্ভব নবে পরীক্ষা নেয়ঃ মুখ্যমন্ত্রী

আগস্ট মাসের করোনা পরিস্থিতি দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

নিজস্ব সংবাদদাতাঃ
পশ্চিমবঙ্গ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার সময় আরও এক মাস বাড়ালো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও বলেন, ইউজিসি–‌র নির্দেশিকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ফের বলেন, ‘‌কলেজের পরীক্ষার্থীদের ব্যাপারে বলেছি, এখন এভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ইউজিসি–‌র আগের নির্দেশিকা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই মতো বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজরি দেওয়া হয়েছে। ইউজিসি–‌র উচিত সেই নির্দেশিকাকেই মান্যতা দেওয়া। ছাত্রছাত্রীদের ব্যাপারটাও দেখতে হবে।’‌ প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী। ইউজিসি–‌র নতুন নির্দেশিকার বিরোধিতা করে ১১ জুলাই তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়–‌সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। আবার আগস্ট মাসের করোনা পরিস্থিতি দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে যদি পরিস্থিতি ভালো হয়! আগামী সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবসের দিন থেকে একদিন অন্তর ক্লাস শুরু করা হতে পারে।
বিগত সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়–‌সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণা অনুযায়ী যা বেড়ে হল ৩১ আগস্ট। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌স্কুল কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে খোলার কোনও প্রশ্নই আসে না। 

Published on
30/07/2020 20:23

Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: