মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

দিল্লীর পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো বৈঠকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা তুলে ধরেন

modimamata
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো বৈঠক

গত সোমবার পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো বৈঠকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন, করোনা ভাইরাসের এই মহামারি পরিস্থিতে রাজ্যে-সরকারের মূল একটাই দাবি যে আর্থিক। লকডাউনের জন্য রাজস্ব আদায় একদম তলানিতে, তখন কী ভাবে সরকার চালাচ্ছেন, সে ব্যাখ্যা প্রধানমন্ত্রীকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বলেন, করোনা ভাইরাসের এই মহামারি সামলাতে রাজ্য-সরকার ইতিমধ্যেই ২৫০০ কোটি টাকা খরচ করেছে। কিন্তু কেন্দ্রের থেকে এই খাতে টাকা এসেছে মাত্র ১২৫ কোটি। আমপানে ৩৫ হাজার কোটি টাকা সাহায্য চাওয়া হলেও কেন্দ্র এ পর্যন্ত স্রেফ হাজার কোটি টাকা দিয়েছে। এই সব খাতের অর্থ ছাড়াও সামগ্রিক ভাবে প্রায় ৫৩ হাজার কোটি টাকার দাবি এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লীর পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনিও দাবি জানালেন, রাজ্যের দুঃসময়ে কেন্দ্রও যেন তার পাশে থাকে। 
এ দিন ভিডিয়ো-বৈঠকে কলকাতা, মুম্বই ও নয়ডায় তিনটি বিশ্বমানের কোভিড পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করেন মোদী। সেই উপলক্ষেই হাজির ছিলেন মমতা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠকে প্রধানমন্ত্রীকে মমতা বলেন, “কোভিড বা যে কোনও সমস্যায় একসঙ্গে কাজ করা জরুরি। এটাই গণতন্ত্রের পরম্পরা। অনেক বড় রাজ্য আমাদের, কসমোপলিটান চরিত্র। অনেকগুলি রাজ্য এবং দেশের সীমানা-সীমান্ত রয়েছে। তাই পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পদক্ষেপ করুন। আমি আবার বলছি, গঠনমূলক যে কোনও পদক্ষেপ করা হলে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করব।”

Published on
28/07/2020 11:20

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: