শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল


নিজস্ব সংবাদ-দাতা: আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর ৩.৩০ এ সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফলাফল। তবে মেধাতালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে অনিশ্চিয়তায়েছে। করোনা লকডাউনের জেরে বাতিল করা হয়েছিল পরীক্ষা। প্রাপ্ত নম্বরের গড় ও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিকের বাতিল হয়ে যাওয়া বিষয়ে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ১৭ জুলাই অনলাইনে পরীক্ষার ফল প্রকাশিত হলেও পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছবে ৩১ জুলাইয়ের মধ্যে। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। পরীক্ষা চলার কথা ছিল ২৭ মার্চ পর্যন্ত। কিন্তু লকডাউন করোনার জেরে বেশ কয়েকটি পরীক্ষা বাকি থাকা অবস্থাতেই বন্ধ হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিক। ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। এরপর বহুবার দিন নির্ধারণের পর জুলাইয়ের ২, ৬ এবং ৮ তারিখে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে সেটিও বাতিল হয়ে যায়

Share This

0 Comments: