রবিবার, ১৯ জুলাই, ২০২০

হিরো সাইকেল ৯০০ কোটি টাকার ব্যবসা বন্ধ করলো চিনের সাথে


নিজস্ব সংবাদ-দাতা: ভারতের সাইকেল প্রস্তুতকারক সংস্থা 'হিরো সাইকেল' চিনের সঙ্গে তাদের সমস্ত ব্যবসা বন্ধ করছে। সংস্থার M.D পঙ্কজ মুনজল জানিয়েছেন, ৯০০ কোটি টাকার ব্যবসা বন্ধ হবে চিনের সাথে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত মুনজলের বিবৃতি অনুযায়ী, বিকল্প বাজারের সন্ধানে রয়েছে হিরো সাইকেল। তারা গাঁটছড়া বাঁধতে চায় অন্য কোনও সংস্থার সঙ্গে। সেই তালিকায় প্রথম নাম জার্মানির।
করোনার আবহে সামাজিক দূরত্ব রক্ষা করতে সাইকেলের মতো নিরাপদ যান আর দু'টি নেই। তাই বিশ্বের বাজারে গত কয়েক মাস ধরেই সাইকেলের চাহিদা বেড়েছে কয়েক গুণ। ভারতের ছবিটাও ঠিক একই। সেই চাহিদা পূরণ হবে কী করে? M.D পঙ্কজ মুনজল আশ্বস্ত করে বলছেন, চাহিদা অনুযায়ী জোগান বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে 'হিরো সাইকেল' কোম্পানি। শুধু তাই নয়, লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়া সংস্থাকে যাতে চিনের মুখাপেক্ষী না হতে হয় তা নিশ্চিত করতে চায় হিরো সাইকেল। কারিগরি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকেই।

Share This

0 Comments: