রবিবার, ২৬ জুলাই, ২০২০

ভারতের বন্ধুত্বের প্রতিদানে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিলো পাকিস্তান: মন কি বাত

আজ ভারতে কার্গিল যুদ্ধের ২১ তম বিজয় দিবস

আজ ভারতে কার্গিল যুদ্ধের ২১ তম বিজয় দিবস
মন কি বাত অনুষ্ঠান 

নিজস্ব সংবাদদাতাঃ
আজ ভারতে কার্গিল যুদ্ধের ২১ তম বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’- অনুষ্ঠানে সেই প্রসঙ্গ তুলে ধরলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীয় আমলে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাক সন্ত্রাস -এর সেই প্রসঙ্গ তুলে ধরলেন। তারই সাথে তুলে ধরলেন ভারতীয় সেনার সেই বীরত্বের কাহিনি। 
কার্গিল যুদ্ধের প্রসঙ্গ তুলে মন কি বাত পর্বে বক্তব্য, ‘‘ভারতের বন্ধুত্বের প্রতিদানে  পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিলো পাকিস্তান। কিন্তু আমাদের ভারতীয় বীর- সেনারা এমন শিক্ষা দিয়েছে, তা ওরা চিরকাল মনে রাখবে।’’
বর্তমানে সারা দেশজুড়ে যে মারন ভাইরাস করোনা সংক্রমণের কথাও তুলে ধরেছেন। তাঁর দাবি, ‘‘অন্য দেশের তুলনায় ভারতে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেশি। মৃত্যুর হার কম।’’ তবে করোনাভাইরাস আগের মতোই এখন যে সমান বিপজ্জনক তা স্মরণ করিয়ে দেন মোদী। মোদীর বলেন, ‘‘অসুবিধা হলেও মাস্ক (পরিবর্ত হিসেবে গামছার কথাও বলেছেন) আমাদের ব্যবহার করতেই হবে। যাঁরা বলছেন, মাস্ক পরলে অস্বস্তি হচ্ছে, তাঁরা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কথাটা একবার ভাবুন। কত অসুবিধা সহ্য করে ঘণ্টার পরে ঘণ্টা মাস্ক পরে ওঁরা কাজ করছেন।’’ করোনা মোকাবিলার ক্ষেত্রে ভারত  দিশা দেখাবে বলেও জানান মোদী। মোদীর ‘মন কি বাত’ বক্তব্যে -এ ভারতীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন মোদী।

Published on
26/07/2020 18:17

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: