সোমবার, ২০ জুলাই, ২০২০

আগামী-কাল ২১-শে জুলাই | হবে ভার্চুয়াল সভা

tmc mamata
দলের প্রতিকি ব্যানার 

নিজস্ব প্রতিনিধিঃ আগামী-কাল ২১-শে জুলাই তৃণমূল-কংগ্রেসের শহিদ দিবস। রাজ্যের আগামী ২০২১ সালের বিধানসভা ভোটের আগে এই শেষ ২১ জুলাইয়ের জন-সভা। ফলস্বরুপ, তৃণমূল নেত্রীর কী বলে! তার দিকেই তাকিয়ে রয়েছে দলীয় নেতা-কর্মী-সমর্থক থেকে সমস্ত রাজনৈতিক মহল। গত-রবিবার কলকাতা, শহরে ২১ জুলাইয়ের সমর্থনে প্রচার করা হয়। কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন বিভিন্ন নেতারা। শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিং দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রীর নির্দেশমতো এবার প্রতি বুথে বুথে পালিত হবে শহিদ দিবস। প্রতি বুথে শহিদ বেদি করা হয়েছে। দলীয় পতাকা দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে। করোনা পরিস্থিতির জেরে এবার ধর্মতলায় সমাবেশ করা যাচ্ছে না। হবে ভার্চুয়াল সভা। ‌ গড়িয়াহাটের মোড়, গিরিশ পার্কের মতো একাধিক জায়গায় জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে। বিভিন্ন বুথে টিভি, মনিটরের ব্যবস্থা করা হয়েছে। ওই দিন দুপুর দুটোর সময় সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ফেসবুক ও ইউটিউব’এর মাধ্যমে নেত্রীর বক্তব্য সর্বত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। সামাজিক দূরত্ব বজায় রেখে উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি হলে তৃণমূল নেতৃত্ব বসার ব্যবস্থা করেছে।
এদিন এ-রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দলের কর্মসূচিতে বলেন, ২১ জুলাইয়ের তাৎপর্য বরাবরই আলাদা। করোনার জেরে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় এবার ভিন্ন আঙ্গিকে কর্মসূচি পালন করতে হচ্ছে। আশাবাদী, ২০২১ সালের শহিদ দিবসের কর্মসূচিতে ধর্মতলায় সকলে একত্রিত হতে পারব। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য প্রশাসন যেভাবে কাজ করছে, তা তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের শাসক দলকে বিঁধে সুব্রতবাবু বলেন, বিজেপি নেতারা রাজ্যের সমালোচনা না করে, পারলে গুজরাত গিয়ে ঘুরে আসুন। দেখে আসুন বাংলার পরিস্থিতি অন্য রাজ্যের থেকে কতটা ভালো। ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে ভার্চুয়াল বৈঠক করছেন সুব্রত মুখোপাধ্যায়।

Share This

0 Comments: