বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

৭ জনকে নিয়ে নতুন কোর কমিটি গড়লেন তৃণমূল নেত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায় ,ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী- একুশের বিধানসভা ভোটে এরাই পরিচালনা করবে

new core comitte tmc
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২১-শে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ৭ জনকে নিয়ে কোর কমিটি গড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ,ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে এরাই পরিচালনা করবে। সরাসরি এঁরা যোগাযোগ রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জেলা পর্যবেক্ষক পদ বাতিল সাংগঠনিক বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মমতা। সাংগঠনিক রদবদল রাজ্যের সাংগঠনিক পদেও ব্যপক রদবদল করা হয়েছে। গোষ্ঠিদ্বন্দ্ব মেটাতে একাধিক বিক্ষুব্ধ নেতাকে রাজ্যকমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা সভাপতি পদেও ব্যপক রদবদল করেছেন তৃণমূল কংগ্রেসে। অনেক সন্তর্পণে ঘুঁটি সাজিয়েছেন মমতা। নতুন মুখের ভিঁড় বৃহস্পতিবারের সাংগঠনিক বৈঠকে যে রদবদল করেছেন দলনেত্রী তাতে তরুণ মুখের ভিড় বেশি। জেলা পর্যবেক্ষকের পদটি একেবারেই বাতিল করে দিয়েছেন তিনি। সেই জায়গায় তৈরি করা হয়েছে জেলা কোঅর্ডিনেটর পদ। একুশের ভোটে এবার জেলা কো-অর্ডিনেটর পদেই কাজ করবে তৃণমূল কংগ্রেসে।

Published on
23/07/2020 18:24

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: