শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

১৫-ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস প্রযুক্তি ব্যবহার করে পালন করা হবে

কোনও রকমের জমায়েত করা যাবেনা এবারে ১৫-ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসে

delhi lal kalla
দিল্লির লালকেল্লা 

নিজস্ব সংবাদদাতাঃ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৫-ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যে অনুষ্ঠানে আয়োজন করা হবে, সেগুলি যেন প্রযুক্তি ব্যবহার করে করা হয়। এই বিষয়ে দেশের সমস্ত স্তরের প্রশসানের কাছে বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
২১ টি তোপধ্বনিতে যেভাবে প্রতিবার প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলেনর পর স্বাধীনতা দিবস পালিত হয় দিল্লিতে তেমনই হবে এবছরও। প্রধানমন্ত্রীকে ভারতীয়  সেনার গার্ড অফ অনার এর পুরনো প্রথাই চালু রাখা হবে বলেও জনিয়েছে। তবে , দেশের বিভিন্ন জায়গায় মিলিটারি ব্যান্ডের সুর কেবলমাত্র ডিজিটাল পদ্ধতিতে ধ্বনিত হবে। কোনও রকমের জমায়েত করা যাবেনা। 

Published on
24/07/2020 19:42


Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: