বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

প্রশাসকমণ্ডলী পদ থেকে সরিয়ে দেওয়া হল অমিতবাবুকে

পুরসভার নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হওয়ায় প্রশাসকমণ্ডলী পদ থেকে সরিয়ে দেওয়া হল বিদায়ী ভাইস-চেয়ারম্যানকে

hooghly municipality ex-vice president
হুগলি-চুঁচুড়া পুরসভার বিদায়ী ভাইস-চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতাঃ
হুগলি-চুঁচুড়া প্রশাসকমণ্ডলী পদ থেকে সরিয়ে দেওয়া হল হুগলি-চুঁচুড়া পুরসভার বিদায়ী ভাইস-চেয়ারম্যানকে । মঙ্গলবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর একটি নির্দেশিকা জারি করে। সম্প্রতি পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের একাংশ অভিযোগ তোলেন, নিয়মরীতির তোয়াক্কা না করে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পুরসভায় ৭২ জনকে স্থায়ী পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলন শুরু করেন তাঁরা। তাঁদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছিলেন অমিতবাবু। অমিতবাবুর প্রতিক্রিয়া, ‘‘আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততায় বিশ্বাসী। আমার দৃঢ় বিশ্বাস, দিদিকে না-জানিয়েই আমাকে সরানো হয়েছে। ন্যায়ের পক্ষে দাঁড়ানোয় অন্যায় করা হল আমার সঙ্গে। এই ঘটনা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জেদ আরও বাড়িয়ে দিল।’’ পুর-প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা বিদায়ী পুরপ্রধান তৃণমূলের গৌরীকান্ত মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘পুর দফতর থেকে চিঠি পেয়েছি। ওই চিঠিতে বলা হয়েছে প্রশাসক বোর্ড থেকে অমিতবাবুকে অব্যহতি দেওয়া হোক। এটা পুরোপুরি সরকারি বিষয়। এর বেশি কিছু আমি বলতে পারব না।’’ পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের সমীর মজুমদারের মন্তব্য, ‘‘পুরসভার নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হওয়ায় দলেরই একাংশের রোষের বলি হলেন অমিতবাবু।’’ বিজেপির হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূলের এখন এমন অবস্থা যে, দলের কেউ দুর্নীতির প্রতিবাদ করলেও তাকে রেয়াত করা হয় না। অমিতবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ওরা সেটাই বুঝিয়ে দিল।’’

Published on
23/07/2020 15:51

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: