শনিবার, ১৮ জুলাই, ২০২০

আগামী ১৯ জুলাই থেকে উত্তরবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস


নিজস্ব সংবাদ-দাতা: উত্তরবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে সবকটি জেলাতেই অতিবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। অতি বৃষ্টির জেরে ভূমিধসের পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও পূর্বাভাস এখনও দেওয়া হয়নি। মধ্যে কয়েকদিনের বিরতিতে মৌসুমী অক্ষরেখা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করেছে। এবার ফের হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থান। ফলে ১৯ থেকে ২১ জুলাইয়ের মধ্যে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মধ্যে কয়েকদিনের বিরতিতে মৌসুমী অক্ষরেখা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করেছে। এবার ফের হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থান। ফলে ১৯ থেকে ২১ জুলাইয়ের মধ্যে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরের ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস:

  1. আসনসোল ২৫.৮
  2. বাঁকুড়া ২৬.৫
  3. ব্যারাকপুর ২৭.১
  4. বহরমপুর ২৭
  5. বর্ধমান ২৬
  6. ক্যানিং ২৭
  7. কোচবিহার ২৫.১
  8. দার্জিলিং ১৬.২
  9. ডায়মন্ডহারবার ২৮.২
  10. দিঘা ২৬.৯
  11. কলকাতা ২৭.৬
  12. মালদহ ২৭.৭
  13. পুরুলিয়া ২৫
  14. শিলিগুড়ি ২৫.১
  15. শ্রীনিকেতন ২৬.৬

Share This

0 Comments: