শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

আবার চিন আচরণের তীব্র নিন্দা করলো মার্কিন যুক্তরাষ্ট্র

মুখে মুখে চিন দাবি করে যে তাদের শাসনব্যবস্থা আসলে গণতান্ত্রিক। কিন্তু বাস্তবে তা এক ফোটাও না

তীব্র নিন্দা করলো মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ-মন্ত্রী
আবার চিন আচরণের তীব্র নিন্দা করলো মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ-মন্ত্রী 

নিজস্ব সংবাদদাতাঃ
গত বৃহস্পতিবার আবার চিন আচরণের তীব্র নিন্দা করলো আমেরিকা। আমেরিকার  বিদেশমন্ত্রী চিনের তীব্র নিন্দা করে বলেন যে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দেখে নিতে চাইছে! ভারত এবং ভুটানের এলাকার মধ্যে সেনা ঢুকিয়ে আসলে চিন দেখতে চাইছে যে বিশ্বের অন্য দেশগুলো তাদের এই আগ্রাসনের বিরোধিতা করে কিনা। বা তারা সত্যি চিনের বিপক্ষে যায় কিনা! বা তারা কতটা শক্তিশালী! ভারত এবং চিন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান।
শুধু ভারতই নয় একই সময়ে, চিন ভুটানের উপরও আগ্রাসী দেখিয়েছে। বর্তমানে চিন ভুটানের সাকতেং অভয়ারণ্যকেও নিজেদের জমি বলে দাবি করেছে।
পম্পেও বলেন, "মুখে মুখে চিন দাবি করে যে তাদের শাসনব্যবস্থা আসলে গণতান্ত্রিক। কিন্তু বাস্তবে তা এক ফোটাও না।

Published on
31/07/2020 10:41

Published By: BIPRADIP DAS




Share This

0 Comments: