সোমবার, ২০ জুলাই, ২০২০

করোনা সংক্রমণের পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ রাজ্যে

corona map
প্রতিকি ছবি ম্যাপের দ্বারা বোঝানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ ভারত থেকে করোনা ভাইরাস বিদায় নেবা তো দূর অস্ত উল্টে দিনের পর দিন ভাইরাসের আতঙ্কের সীমান্ত বাড়িয়ে চলছে সারা ভারতে, সারা দেশে এখন অবধি  করোনা ভাইরাস -এ  সংক্রমিত মানুষের মোট সংখ্যা ১১ লক্ষ জন ছাড়িয়ে গেছে। গত সোমবার, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪০,৪২৫ জন মানুষের শরীরে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাস এবং একদিনের মধ্যে ৬৮১ জনে এই রোগে মৃত্যু হয়েছে। একদিনে এত সংক্রমণ এর আগে কখনো হয়নি এদেশে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশের যে পাঁচটি রাজ্যে সর্বাধিক সংখ্যক করোনা সংক্রমণ ঘটেছে  তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেই সঙ্গে আশঙ্কাকে সত্যি করে দৈনিক সংক্রমণের বিচারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫ রাজ্যের তালিকায় ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গ।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৯৫১৮ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে। ফলে ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩.১০ লক্ষ ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্রের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেখানে রবিবার দিনভর ৫,০৪১ জন নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছে। দৈনিক সংক্রমণ তালিকায় ৩ নম্বরে তামিলনাড়ু, সেখানে নতুন করে ৪,৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন, কর্নাটকে ৪,১২০ টি নতুন সংক্রমণ ঘটেছে। তবে এরাজ্যের মানুষকে আরও বেশি আতঙ্কিত করে দৈনিক করোনা সংক্রমণের সেরা ৫ তালিকায় ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গও। গত ২৪ ঘণ্টায় মধ্যে বাংলায় নতুন করে ২,২৭৮ জন মানুষ এই ভয়ঙ্কর রোগের কবলে পড়েছেন।  

Share This

0 Comments: