শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

শ্রাবণের প্রথম সপ্তাহেই ভারী বৃষ্টি | দেখে নিন - আবহাওয়ার পূর্বাভাস


নিজস্ব সংবাদ-দাতা: এই শ্রাবণ মাসে চেনা মেজাজের আকাশ ভাঙ্গে ভারী বৃষ্টি ফের একবার এ রাজ্যে! প্রতিবছরের চেনা একই ছবি এবছর ২০২০ তেও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শ্রাবণ মাসে প্রথম সপ্তাহেই আকাশ ভেঙে ভারী বৃষ্টি হবে। রাজ্যের বিভিন্ন এলাকায় আবহাওয়ার গতিবিধি কি আছে তা একনজরে দেখে নেওয়া যাক। দক্ষিণ বঙ্গের আবহাওয়া একনজরে দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আসন্ন সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, মৌসুমী অক্ষরেখা পিলানি, ঢোলপুর, কানপুর, হাজারিবাগ, বাঁকুড়া, দিঘার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে।যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টি? জানা গিয়েছে, এদিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও হাওড়া , আসোনসোল, বর্ধমান, শিলিগুড়ি, মালদার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। সারাদিনই দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতার তাপমাত্রা কলকাতায় এদিন তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলিসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ রয়েছে বলে খবর। উত্তরবঙ্গের পরিস্থিতি উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের তুলনায় এবার কমতে শুরু করবে। এমনই বার্তা শোনা গিয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিকে, উত্তরঙ্গেগর ৫ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছু কম নয়! সপ্তাহান্তেও উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হবে।


Share This

0 Comments: