শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

উত্তরবঙ্গে আগামী রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা

কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে আগামী রবিবার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা

rain west bengal
অতি ভারী বৃষ্টির প্রতিকি ছবি

নিজস্ব সংবাদদাতাঃ
সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে আগামী রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সর্তকতা। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে আগামী রবিবার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা । খুব ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫জেলাতেই। এখন আপাতত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে কিছু এলাকায় । বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সেই সম্ভাবনা প্রবল। কলকাতা সহ বাকি জেলাতেও মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া আবহাওয়া দফতর। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় দু’এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়িতে। রবি ও সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা।

 Published on
24/07/2020 17:06

 Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: