রবিবার, ১৯ জুলাই, ২০২০

গার্লিক চিকেন রেসিপি এখন বাড়ীতেই বানিয়ে ফেলুন


বানিয়ে ফেলুন হানি গার্লিক চিকেন রেসিপি। চাইনিজ হিসেবে ধরলেও আসলে কানাডাতেই সবচেয়ে জনপ্রিয় এটি। হানি গার্লিক সসের উৎসও কানাডা। এ ছাড়া মালয়েশিয়ায় এই রেসিপির চলও যথেষ্ট। কিন্তু এখন কলকাতার রেস্তরাঁতেও সহজেই মেলে। বাড়িতেও বানানো যায় এই পদ। 
উপকরণঃ


  1. চিকেনের লেগ পিস বা বড় টুকরো ৬টি
  2. নুন-গোলমরিচ
  3. রসুন গুঁড়ো
  4. ৬টা রসুন কোয়া কুচি
  5. হাফ কাপের থেকেও একটু কম মধু।
  6. সাদা ভিনিগার
  7. এক টেবিল চামচ সয়া সস

প্রণালী:প্রথমে চিকেনগুলিকে নুন, গোলমরিচ ও রসুন গুঁড়ো বা রসুন বাটা মাখিয়ে রেখে দিতে হবে। একটা পাত্র গরম করে তাতে ভাল ভাবে চিকেনগুলিকে ভেজে নিতে হবে। সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে হবে। ৫ মিনিট অন্তর উল্টে দিতে হবে চিকেনের টুকরোগুলিকে। এরপর চিকেনগুলি এক পাশে রেখে পাত্র থেকে খানিকটা তেল কমিয়ে নিতে হবে। এরপর তাতে রসুনগুলি দিয়ে ভাল করে নেড়েচেড়ে তার পর এতে হাফ কাপ জল, ভিনিগার ও সয়া সস এবং মধু দিয়ে ঘন না হওয়া পর্যন্ত মিনিট চারেক মাঝারি আঁচে রান্না করতে হবে গ্রেভিটা। চিকেন সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভাল। চিকেন সেদ্ধ হলে এবং গ্রেভিটা ঘন হয়ে এলেই আঁচ বন্ধ করে দিতে হবে। ধনেপাতা বা পার্সলে পাতা ছড়িয়ে ফ্রাইড রাইস বা ঝরঝরে ভাত, রুটির সঙ্গেও খেতে খাসা হানি গার্লিক চিকেন। সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিতে ভুলবেন না কিন্তু। তবে ঝাল খেতে যাঁরা পছন্দ করেন না, তাঁরা গোলমরিচের গুঁড়ো এড়িয়ে যেতেই পারেন।

Share This

0 Comments: