বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ভারতীয় বায়ুসেনা শক্তিশালীর দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেলো

মিগ-এর মতো ‘উড়ন্ত কফিন’-এর কালো অধ্যায়ের পরে ভারতের আকাশে নতুন যুগের শুরু

rafal india
ভারতের রাফাল


নিজস্ব সংবাদদাতাঃ ভারত থেকে ফ্রান্স -এর আকাশ দুরুত্ব প্রায় সাত হাজার কিলোমিটার। রাফাল ভারতের আকাশপথে ঢুকতেই পাঁচ রাফাল-এর দু’দিকে ‘এসকর্ট’ হিসেবে চলে এল এক জোড়া 'সুখোই-৩০'। ভারতীয় বায়ুসেনা শক্তিশালীর দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেলো 
স্বাগত জানাতে, ছবি তুলতে বাকি সব যুদ্ধবিমান আকাশে। অপেক্ষা করছে সবাই, কখন আকাশে গর্জন শোনা যাবে! দুপুর তিনটের পরে, পর পর পাঁচটি ‘সোনালি তির’ মাটি ছুঁতে ‘ওয়াটার স্যালুট’-এ স্বাগত জানাল অম্বালা। 
দু’টি দুই আসনের প্রশিক্ষণের বিমান। তিনটি এক আসনের যুদ্ধবিমান। পাঁচটি ফরাসি রাফাল যুদ্ধবিমান অবশেষে ভারতে। বায়ুসেনার জরাগ্রস্ত যুদ্ধবিমান, মিগ-এর মতো ‘উড়ন্ত কফিন’-এর কালো অধ্যায়ের পরে ভারতের আকাশে নতুন যুগের শুরু। এমনটাই দাবি ভারত সরকারের।  অগস্টে স্বাধীনতা দিবসের পরে এই পাঁচ রাফালের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হবে। সেই রাফালের আনুষ্ঠানিক অনুষ্ঠানে হাজির থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

Published on
30/07/2020 10:35

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: