বুধবার, ২৯ জুলাই, ২০২০

সম্পূর্ণ লকডাউন সারা বাংলা সকাল ৬ টা দিয়ে রাত ১০ টা

এক মাত্র ছাড় রয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে

সম্পূর্ণ লকডাউন সারা বাংলা
সম্পূর্ণ লকডাউন সারা বাংলা

নিজস্ব সংবাদদাতাঃ
আজ তৃতীয় দিন সম্পূর্ণ লকডাউন সারা বাংলা সকাল ৬ টা দিয়ে রাত ১০ টা। স্কুল-কলেজ, অফিস-কাছারি, পরিবহণ বন্ধ। উড়ান এবং রেল পরিষেবাও স্থগিত। এক মাত্র ছাড় রয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। এই অগস্ট মাসের ৫, ৮,১৬, ১৭, ২৩, ২৪ তারিখ এবং ৩১ তারিখে একই নিয়ম থাকবে। সব এলাকাতেই পুলিশি কড়াকড়ির ছবি এক। কলকাতার ঠাকুরপুকুর থেকে চিড়িয়ামোড়, ইএম বাইপাস, পার্ক সার্কাস, খিদিরপুর, বেলেঘাটা, বেহালা, গড়িয়া, গড়িয়াহাট, রাসবিহারী, যাদবপুর, সেন্ট্রাল অ্যাভেনিউ-সহ শহরের প্রায় সব রাস্তায় পুলিশি ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশকর্তারাও বাহিনী নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। মাস্ক না পরলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে যাঁরা গাড়ি নিয়ে বেরচ্ছেন, এক মাত্র তাঁরাই ছাড় পাচ্ছেন। কলকাতার বড়বাজার, পোস্তা, যদুবাবুর বাজার এলাকায় অন্যান্য দিনে ঠাসা ভিড় থাকে। আজ পুরো শুনশান এলাকা। 

Published on
29/07/2020 11:36

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: