রবিবার, ১৯ জুলাই, ২০২০

২০২০ সালে নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ


নিজস্ব প্রতিবেদনঃ হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান মানব জীবন পুরোই অচল। নিজের জনপ্রিয়াতা বজায় রাখতে ২০২০সালে নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ কোম্পানি। এবার iOS বিটা ব্যবহারকারীদের জন্য নতুন একটি নয়া-ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই লেটেস্ট ফিচারটি হল QR Code scan । এই ফিচারটি চলে এলে হোয়াটসঅ্যাপে নম্বর সেভ করার প্রক্রিয়া পুরো বদলে যাবে। নতুন কারুর নম্বর কন্টাক্টস লিস্টে যোগ করার জন্য ব্যবহারকারীকে শুধু QR Code scan করতে হবে। এই ফিচারটি 2.20.171 ভার্সনে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে নিজের নামের পাশে ডান দিকে নিজের কাস্টম কিউআর কোড দেখতে পাবেন। QR কোডের সাহায্যে কীভাবে নম্বর যোগ করবেন - সেটিংসে গিয়ে আপনি কিউআর কোড অপশন দেখতে পাবেন। এই কিউআর কোড ক্লিক করলেই আপনি নিজের নামের সঙ্গে QR আইকন দেখতে পাবেন। তার ঠিক নিচে স্ক্যান অপশন থাকবে। সেটা তে ক্লিক করে ফোন কিউআর কোডের উপরে রেখে স্ক্যান করে নিন। এখন, সেভ করে নম্বর ফোনে সেভ করে নিন।

Share This

0 Comments: