বুধবার, ২২ জুলাই, ২০২০

ক্ষমতায় আবার ফিরলে রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসীঃ মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে বিধানসভা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসলে সারাজীবন রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী 

mamota sahid dibos
গত-কাল ২১ -শে জুলাই উপলক্ষ্যে ভার্চুয়াল মঞ্চে ভাষণ

নিজস্ব প্রতিনিধিঃ
গত-কাল ২১ -শে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে একুশের মঞ্চ থেকে একুশের বিধানসভার ভোটের দামামা বাজিয়ে দিলেন ৷ শহিদ দিবসে ভার্চুয়াল সভা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর উদ্দেশ্যে অভাবনীয় ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একুশের মঞ্চ থেকে তৃণমূলনেত্রীর একুশের প্রতিশ্রুতি, ‘একুশে বিধানসভা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসলে সারাজীবন রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী ৷ বিনামূল্যে শিক্ষার সাথে সাথে ফ্রিতে স্বাস্থ্যপরিষেবাও পাবেন সারাজীবন৷’
বিধানসভা নির্বাচনের আগে এই শেষ একুশের ভার্চুয়াল মঞ্চ থেকে ২০২১ সালের জন্য বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতিতে ধর্মতলায় সভা না করতে পারায় ব্যথিত ৷ আগামী বছর বিধানসভা ভোটের পর সবচেয়ে বড় সভা হবে ৷ পরের বছর জিতে এসে ২১ জুলাই ঐতিহাসিক সভা করব ৷ চক্রান্ত-করোনাকে দূরে সরিয়ে সমবেত হব আমরা।’ একইসঙ্গে রাজ্যবাসীর জন্য নেত্রীর বার্তা, ‘আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে শুধু একবছর নয়। বাংলার মানুষ সারাজীবন ফ্রি রেশন,শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে। আয় করব অন্য জায়গা থেকে। সেই আয় ভাগ করে দেব দুঃস্থদের মধ্যে, মানুষের স্বার্থে ৷ মানুষের জন্য যা করা প্রয়োজন তা-ই করব।'
ভার্চুয়াল সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারতে কোথায় এমন রাজ্য পাবেন, যারা লকডাউন ঘোষণার আগেই ফ্রিতে সমস্ত রেশন দেওয়া হবে বলা হয়েছিল ৷ আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থরা প্রত্যেকেই প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন। কাউকে চিন্তা করতে হবে না ৷ ’

Published on:                                                                                   
22/07/2020 11:45 AM

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: