মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

এই প্রথম বার ২১ -শে জুলাই শহিদ স্মরণ ভার্চুয়াল পদ্ধতিতে সারতে হচ্ছে

mamata special day
 ভার্চুয়াল জনসভার প্রচার ব্যানার

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হলো ২১ -শে জুলাই। বছরের সবচেয়ে বড় সমাবেশের দিন। কোলকাতা ভিক্টোরিয়া হাউসের সামনে বাঁধা মঞ্চের থেকে এক দিকে প্রায় পার্ক স্ট্রিটের মুখ আর অন্য দিকে যোগাযোগ ভবনের মোড় পর্যন্ত ঠাসাঠাসি দাঁড়িয়ে থেকে নেত্রীর আগুনে ভাষণে উদ্বেল হওয়ার তারিখ।  জুলাইয়ের ভ্যাপসা গরমে দরদর করে ঘামতে থাকা যে নেত্রী সবুজ পেড়ে সাদা শাড়ির আঁচলে কপাল-মুখ-গলা মুছে নেন, খোলা মঞ্চে দাঁড়িয়ে তিনিও তো ভেজেন এই ২১ -শে জুলাই তারিখে। আর বলেন, বৃষ্টি হল শহিদদের চোখের জল।
এ বছর যেন সব কিছু থেকেও কিছুই নেই। একুশে জুলাই রয়েছে, কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে জমজমাট মঞ্চ নেই। শহিদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ হওয়ার কথা রয়েছে, কিন্তু জনপ্লাবনে কলকাতার রাস্তাঘাট ভাসিয়ে দিয়ে শক্তিপ্রদর্শন করার আর সুযোগ নেই।
এই প্রথম বার শহিদ স্মরণ ভার্চুয়াল পদ্ধতিতে সারতে হচ্ছে তৃণমূলকে। সে তালিকায় সাধারণ বুথ স্তরের কর্মী বা ব্লক স্তরের নেতা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সাংসদ থেকে মন্ত্রীও। মাসখানেক আগেই জানা গিয়েছিল, এ বার ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ হচ্ছে না। 

Share This

0 Comments: