বুধবার, ২২ জুলাই, ২০২০

আসাম রাজ্যের বন্যা এবার ভয়াবহ রূপ নিয়েছে

আসাম রাজ্যের ৪.৫৯ লক্ষ মানুষ, বরপেটায় ৩.৩৭ লক্ষ মানুষ বন্যার কবলে 

assam bonna
ছবিঃ আসাম রাজ্যে বন্যায় কবলে গ্রাম

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের আসাম রাজ্যের বন্যা এবার ভয়াবহ রূপ নিয়েছে ফলস্বরুপ, গোয়ালপাড়ায় ৪.৫৯ লক্ষ মানুষ, বরপেটায় ৩.৩৭ লক্ষ মানুষ বন্যার কবলে পড়ে । জল আটকাতে না পেরে শেষে গত মঙ্গলবার কারবি-লাংপি জলবিদ্যুৎ কেন্দ্রের চারটি স্লুইচ গেট খুলে দেওয়া হয়েছে। ফলস্বরুপ, উজান আসামেও বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধির ফলে মেঘালয়ের সমতলের পশ্চিম গারো জেলা ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় জলের তোড়ে একটি শিশু ভেসে যায়। তাকে বাঁচাতে বাকিরাও মারা যায়। পশ্চিম গারো জেলার জেলা শাসক রাম সিঙ জানান, গত এক সপ্তাহ ধরে জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। জেলার ১৭৫টি গ্রামের প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ বন্যার কবলে। তবে বেসরকারি হিসাবে দুই লক্ষাধিক মানুষ বানভাসি। ২২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বানভাসিদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ দিতে কনরাড সাংমা সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। রাজ্য কংগ্রেসের এক প্রতিনিধি দল মঙ্গলবার বন্যাপীড়িত এলাকা পরিদর্শন করে ও কিছু এলাকায় ত্রাণ বিতরণ করেছে। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। ভারত সরকার রাজি হলে আসামের বন্যা মোকাবিলার জন্য টাকা পাঠিয়ে দেবে রাষ্ট্রসঙ্ঘ, ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানিয়েছেন দুজারিক। আসামের বানভাসিদের উদ্ধারে সহায়তা করতে চায় ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের কাছে চিঠি দিয়েছেন বায়ুসেনার প্রধান। চিঠিতে বলা হয়েছে মন্ত্রকের অনুমতি পেলে এমআই-১৭ বিমান ও অ্যাডভ্যান্স লাইট হেলিকপ্টার দিয়ে তাদের সেনারা উদ্ধার কাজে সাহায্য করবে।
 মঙ্গলবার গুয়াহাটি বোকাখাতে সঞ্জীতা সুব্বা নামের আট বছরের একটি শিশুর জলে ডুবে মৃত্যু ঘটেছে। আসামের বানভাসিদের মধ্যে ত্রাণের হাহাকার সর্বত্র। শিবিরগুলিতে ত্রাণ-সাহায্য না পাওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে এখনও আর্থিক সাহায্য ঘোষণা করেনি। কিন্তু রাজ্যের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেছেন কেন্দ্রীয় সরকার নাকি তিনশো কোটি টাকা আসামের জন্য বরাদ্দ করেছে। কেন্দ্র থেকে তিনশো কোটি বরাদ্দ হলে রাজ্যে ত্রাণের হাহাকার কেন, এ প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 

Published on
22/07/2020 18:48

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: