বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,২৯১ জন | মৃত্যু হল ৩৯ জনের

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,২৯১ জন

corona
করোনা পজিটিভ রুগিকে নিয়ে যাওয়া হচ্ছে 

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের  এদিন দেওয়া রিপোর্ট অনুযায়ী যা জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,২৯১ জন। মৃত্যু হল ৩৯ জনের। রাজ্যে মোট এখনও পর্যন্ত করোনায় মৃত্যু ১,২২১ জনের। রাজ্যে বেড়েই চলেছে দিন দিন সংক্রমণ। সেকথা মাথায় রেখেই  প্রতি সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এর মধ্যে রাজ্যে একাধিক জায়গায় এলাকাভিত্তিক সম্পূর্ণ রুপে লকডাউন ঘোষণা করা হয়েছে। যত টেস্টের সংখ্যা বাড়ছে তত রোগীর সংখ্যাও বাড়ছে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত রাজ্যে স্যাম্পেল টেস্ট হয়েছে ৭,৪৩,৪৬৯টি। রাজ্যের ৫৬টি ল্যাবে ওই টেস্ট চলছে। রাজ্যে কোভিড হাসপাতাল খোলা হয়েছে ৮১টি এখন পর্যন্ত। আজ ফুল লকডাউন হওয়া সত্বেও এখনও মানুষের হেলদোল নেই, অযথা বিনা-সর্তকতায় ঘুরে বেড়াচ্ছেন, যারা দিন আনে দিন খায়, খুবই দরিদ্র, হয়তো পরিবারে একজনই রোজগার করেন, আজ না বাইরে বেরোলে হয়তো আজকে আর সারাদিনে ভাত মুখে ঊঠবে না, তাদের জন্য তো আলাদা বিষয়, কিন্তু যারা কিছু না কিছু চাকরির সাথে জড়িত! দিনের শেষে দেখা যাচ্ছে তারাই রাস্তায় বিনা-সর্তকতায় অবাধে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রশ্ম করলে  তখন আর সঠিক উত্তর দিতে পাচ্ছে না, শোনা যাচ্ছে, ইতিমধ্যে কলকাতায় ২৪টি কেস এই নিয়ে জমা পড়েছে।  

Published on
23/07/2020 10:17

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: