সোমবার, ২০ জুলাই, ২০২০

Google -খ্যাত বিপ্রদ্বীপ দাস বাংলাদেশে Google Study সেমিনার' করার পরিকল্পনা

seobipradip
বিপ্রদ্বীপ দাসের প্রতিকি ছবি - SEO Training

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন  বিপ্রদ্বীপ দাস (বিজ্ঞান বিভাগীয় ছাত্র, B.Sc, Telecom{kol.}, মোবাইলের রিপেয়ারিং -এর জাদুকর, ওয়েবসাইট ডেভেলপার, SEO Top Ranker, Google -খ্যাত), নিজস্ব রাজ্যে-দেশ এর পাশাপাশি তেরঙ্গা ভারতের প্রাণের বন্ধু লাল-সবুজের বাংলাদেশের চট্টগ্রাম জেলা এবং ঢাকা শহরে তিনি প্রতি বছর বিভিন্ন কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে 'Google Study সেমিনার' করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে, হুগলি জেলায় প্রথমবার “টেলিকম কেয়ার SEO ট্রেনিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠিত করেছেন। রাজ্যের মধ্যে একমাত্র কলকাতাতেই বাংলা-ভাষায় SEO ট্রেনিং ইন্সটিউট রয়েছে।
গতবছরে মহা-শিবরাত্রি শুভক্ষণে ৯ঃ৫৬ মিনিটে “AN ISO 9001:2015” E-max India Pvt. Ltd. দ্বারা অনুমোদন ঘোষণা করা হলো। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভারত সরকারের MSME(Micro, Small, Medium Enterprise) দপ্তর দ্বারাও অনুমোদন করা হয়।
যাতে 'টেলিকম কেয়ারে SEO ট্রেনিং' -এ উদ্দেশ্যে আসা প্রতিটি ছাত্র-ছাত্রীদের প্রদান করা সার্টিফিকেট নিজস্ব দেশ-রাজ্য ছাড়াও আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকুরিতে সার্টিফিকেট গ্রহন যোগ্য হয়।
ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা পুরুলিয়া,দক্ষিণ ২৪ পরগণা, সহ আন্তর্জাতিক স্তর অথাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা সহ চিটাগাং থেকেও টেলিকম কেয়ারের ডিরেক্টর তথা “বাংলাদেশ কালের সংবাদের আন্তর্জাতিক সংবাদদাতা”  মিষ্টার বিপ্রদ্বীপ দাসের সাথে অনেক ছাত্ররা ট্রেনিং নেওয়ার ঊদ্দেশ্যে যোগাযোগ করেছে। 

Share This

0 Comments: