শনিবার, ২৫ জুলাই, ২০২০

আগষ্ট মাসের ৫ তারিখ থেকে SEO ট্রেনিং শুরু হবে

কোর্স -এর মেয়াদ ১ মাস, ১২ টি ক্লাস হবে এবং  কোর্স শেষে প্রতিটি ছাত্র-ছাত্রী পাবে ভারত সরকার দ্বারা স্বীকৃত এবং ISO 9001:2015 মার্ক -সহ আন্তর্জাতিক মূল্যবান সার্টিফিকেট এবং মার্কশিটঃ 

E-Max India Council Board
E-Max India Council Board দ্বারা টেলিকম কেয়ার অনুমোদিত
নিজস্ব প্রতিবেদনঃ প্রতি মাসের ৫ তারিখ থেকে টেলিকম কেয়ারে SEO ট্রেনিং শুরু হয়, জানা গেছে করোনার প্রভাবে বর্তমানে টেলিকম কেয়ারে SEO (Search Engine Optimaization) কোর্স করতে ২,০০০ টাকা খরচ হয়। -এর সাধারন অবস্থায় কোর্সের মূল্য ছিলো ৮,৫০০ টাকা। কোর্স -এর মেয়াদ ১ মাস, ১২ টি ক্লাস হবে এবং  কোর্স শেষে প্রতিটি ছাত্র-ছাত্রী পাবে ভারত সরকার দ্বারা স্বীকৃত এবং ISO 9001:2015 মার্ক -সহ আন্তর্জাতিক মূল্যবান সার্টিফিকেট এবং মার্কশিট পাবে যা, সারা বিশ্বের যেকোনো সরকারি বা বেসরকারি চাকুরিতে এই সার্টিফিকেট বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে, প্রতিটি ছাত্র/ছাত্রী তাদের আইডেণ্টি কার্ড পাবে এবং সাথে তাদের user id এবং password  যা দিয়ে তারা অনলাইনে পরীক্ষা দেওয়া সহ তারা ই-বুক তাদের user id ও password দিয়ে ওয়েবসাইটে Log-in করে পড়তে পারবে, আরও জানা গেছে, টেলিকম কেয়ারে seo ট্রেনিং কোর্স এখন অনলাইনেও করা যাচ্ছে এবং কোনো ছাত্র/ছাত্রী ভর্তি হতে হলে অনলাইনেই ফর্ম পূরন করে ভর্তি হতে পারবে, এছাড়াও তাদের কোর্স ফি অনলাইনেই ফর্ম পূরন করে জমা দেওয়া যাচ্ছে। 
ভর্তি হবার নিয়মঃ (১). অনলাইনে ফর্ম পূরন করে তার সাথে এক কপি রঙ্গিন ফটো সহ স্বাক্ষর এবং Last Qualification Document's -এর জেরক্স কপি সুন্দর করে স্ক্যান করে আপলোড করতে হবে।    
(২). ভর্তি হবার জন্য প্রতিটি ছাত্র/ছাত্রী তাদের ফিস অনলাইনেই জমা দিতে পারবে। প্রতিটি ছাত্র/ছাত্রী ইচ্ছা করলে সব ফিস একবারেই পেমেন্ট করে দিতে পারবে, নয়তো সেই ছাত্র/ছাত্রী ৩ টে ইন্সটলমেন্টে দিতে পারবে, প্রথমবার, ভর্তি হবার সময় ১,০০০ হাজার টাকা, ১ মাস হয়ে যাবার পর যে ফাইনাল পরীক্ষা হবে তার আগে ৬২৯ টাকা এবং যখন সে সার্টিফিকেট এবং মার্কশিট পাবে তখন ৩৭১ টাকা দিতে হবে। আরও বিশদ জানতে টেলিকম কেয়ারের ম্যানেজারং ডিরেক্টর তথা আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন বিপ্রদ্বীপ দাস -এর সাথে যোগাযোগ করুনঃ (+91) 8420549197  
  • অনলাইনে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হলোঃ 

Published on
25/07/2020 12:28

 

Share This

0 Comments: