শনিবার, ১ আগস্ট, ২০২০

টিকটকের আমেরিকা শাখা কিনতে উদ্যোগী হয়েছে বিশ্ববিখ্যাত সংস্থা মাইক্রোসফট

শীঘ্রই চিনা অ্যাপ টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন আমেরিকা

টিকটক-কে কিনবে মাইক্রোসফট
টিকটক-কে কিনবে মাইক্রোসফট

নিজস্ব সংবাদদাতাঃ
শীঘ্রই চিনা অ্যাপ টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন আমেরিকা। এমনটাই জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,এই অবস্থায়  টিকটকের আমেরিকা শাখা কিনতে উদ্যোগী হয়েছে বিশ্ববিখ্যাত সংস্থা মাইক্রোসফট।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানাচ্ছে, টিকটকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মাইক্রোসফট।  গত শুক্রবার রাতে এ নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করে তারা। জানা গিয়েছে, এই আর্থিক লেনদেন প্রায় কোটি কোটি ডলারের হবে বলেই ধারণা ওই সংবাদমাধ্যমটির। 
বর্তমানে চিনা অ্যাপ নিয়ে নিন্দা করেছেন চিনা বিদেশ সচিব মাইক পম্পেয়ো। তাঁর অভিযোগ, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে টিকটক। এ নিয়ে বলতে গিয়ে ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। এর মধ্যেই শুক্রবার ট্রাম্প বলেন, আমেরিকায় টিকটক নিষিদ্ধ হবে।

Published on
01/08/2020 12:31

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: