মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত

আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দফতরের কর্মীদের পরীক্ষা করানোর ব্যবস্থা হচ্ছে

সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী
সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতাঃ
সিপিএমের বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দলের কয়েক জন নেতা পরপর করোনা আক্রান্ত হওয়ায় সিপিএমের গোটা রাজ্য সম্পাদকমণ্ডলী এবং আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দফতরের কর্মীদের পরীক্ষা করানোর ব্যবস্থা হচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক তথা চিকিৎসক সূর্যকান্ত মিশ্র সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যেরা এবং দলের রাজ্য দফতরের কর্মীরা করোনা পরীক্ষা করিয়ে নেবেন। সরকারি ল্যাবের সঙ্গে কথা বলেই নমুনা সংগ্রহের ব্যবস্থা হয়েছে। রিপোর্ট শেষ পর্যন্ত যেমনই আসুক, রাজ্য দফতরে যাতায়াতকারী সব নেতাকেই কিছু দিন বাইরে ঘোরাফেরা বন্ধ রেখে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন সূর্যবাবু। মাঝে পুরোপুরি অনলাইন হলেও সম্প্রতি রাজ্য সম্পাদকমণ্ডলীর দু-একটি বৈঠকের জন্য সপ্তাহে এক দিন হলেও আলিমুদ্দিনে এসেছিলেন নেতারা। সেই জন্যই বাড়তি সতর্কতা। শ্যামলবাবুর অবস্থা এখন স্থিতিশীল তবে অক্সিজেনের সাহায্য এখনও লাগছে। তাঁর কন্যা এবং বাড়ির বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

Published on
04/08/2020 11:29

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: